Book Name:Shan e Ali رضی اللہ عنہ Bazaban e Nabi ﷺ
লজ্জাবোধ করে, হায়! যদি মাওলায়ে কায়েনাত, মাওলা আলী كَرَّمَ اللهُ وَجْهَهُ الْكَرِيْم এর উসিলায় আমাদেরও বিনয় ও নম্রতার সম্পদ নসিব হতো। (রিয়াযুন নাদ্বরাহ, ৪র্থ অধ্যায়, পৃষ্ঠা ১৮৭)
صَلُّوْاعَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! দ্বিতীয় মাদানী ফুল যা এ ঘটনাতে শিক্ষণীয় রয়েছে তা হলো, হযরত আলী رَضِیَ اللهُ عَنْہُ খেজুর বিক্রেতাকে বললেন: যদি তুমি আমাকে সন্তুষ্টি করতে চাও তবে মানুষের হক আদায় করো।
এর দ্বারা বুঝা গেলো, মানুষের হক আদায় করা বড়ই ফযীলত ও গুরুত্বপূর্ণ কাজ, আমাদের সবার উচিত মানুষের অধিকার পরিপূর্ণভাবে আদায় করা। মাতা-পিতার অধিকার, ভাই-বোনের অধিকার, ইসলাম প্রতিবেশীর অধিকারের কথাও বলেছে, বন্ধু বান্ধবের অধিকারের কথা বলেছে, মহল্লাবাসীর অধিকার, দোকানদারের অধিকার, ক্রেতার অধিকারও রয়েছে, এদের সকলের অধিকার পরিপূর্ণভাবে আদায় করতে হবে। اِنْ شَاءالله الْكَرِيْم!
ইমাম গাযালী ইহয়াউল উলূমের দ্বিতীয় খন্ডে বান্দার হকের ব্যাপারে বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। সেখান থেকে হকসমূহের বর্ণনা অধ্যায়ন করলে اِنْ شَاءالله الْكَرِيْم হক সমূহ আদায় করার মানসিকতা সৃষ্টি হবে এছাড়া এ সম্পর্কে যথেষ্ট তথ্য জানতে পারবেন।
আল্লাহ পাক আমাদের আমল করার তাওফিক দান করুন।
اٰمِين بِجا هِ خَاتَمِ النَّبِيّٖن صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم
হযরত আলী رَضِیَ اللهُ عَنْہُ এর সংক্ষিপ্ত পরিচিতি
প্রিয় ইসলামী ভাইয়েরা! হযরত আলী رَضِیَ اللهُ عَنْہُ মুসলমানদের চতুর্থ খলিফা, তিনি ১৩ই রজবুল মুরাজ্জাব মক্কা মুকাররমায় জন্মগ্রহণ করেন, ১০ বছর বয়সে ইসলাম গ্রহণ করেন, তাঁর আম্মাজান তাঁর নাম রাখেন হায়দার আর তাঁর আব্বাজান নাম রাখেন আলী, রাসূলে করীম তাঁকে আসাদুল্লাহ উপাধি দ্বারা ধন্য করেন, আসাদুল্লাহ অর্থ হচ্ছে: শেরে খোদা তথা আল্লাহ পাকের সিংহ।
হযরত মাওলা আলী মুশকিল কোশা كَرَّمَ اللهُ وَجْهَهُ الْكَرِيْم ২১শে রমজানুল মুবারক শাহাদতের সুধা পান করেন।