Nematon Ki Qadar Kijiye

Book Name:Nematon Ki Qadar Kijiye

ইজতিমা সাপ্তাহিক মাদানী মুযাকারাতে অংশ গ্রহণ করার অভ্যাস করুন, সৎসঙ্গ পাওয়া যাবে সৎসঙ্গের বরকতে আল্লাহ পাকের কৃতজ্ঞ বান্দা হওয়ার সৌভাগ্য অর্জন হবে

    () মাদানী চ্যানেলের অনুষ্ঠান দেখার অভ্যাস গড়ে তুলুন اِنْ شَآءَ الله নিয়ামতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার অভ্যাস হয়ে যাবে

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

    প্রিয় ইসলামী ভাইয়েরা! বয়ান শেষের দিকে সুন্নাতের ফযীলত কতিপয় সুন্নাত আদব বয়ান করার সৌভাগ্য আর্জন করছি নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: যে আমার সুন্নাতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে (মিশকাতুল মাসাবিহ, কিতাবুল ঈমান, /৯৭, হাদীস: ১৭৫)

ইন সব মুবাল্লিগো কে খাবো মে আব করম হো,

আকা জু সুন্নাতো কি খিদমত বাজা রেহে হে

(ওয়াসায়লে বখশিশ, ২৯৯ পৃষ্ঠা)

মুসাফাহা ও আলিঙ্গনের সুন্নাত ও আদব

    প্রিয় ইসলামী ভাইয়েরা! আসুন! মুসাফাহা ও আলিঙ্গন সম্পর্কে কতিপয় আদব ও সুন্নাত শ্রবণ করার সৌভাগ্য অর্জন করি! প্রথমে ২টি হাদীস লক্ষ্য করুন: (১) একে অপরের সাথে মুসাফাহা করো, এতে হিংসা চলে যেতে থাকে আর উপহার পাঠাও পস্পরের মাধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে এবং শত্রুতা চলে যেতে থাকবে। (কিশকাতুল মাসাবিহ, কিতাবুল আদব, ২/১৭১, হাদীস: ৪৬৯৩) (২) যখন দুইজন বন্ধু পরস্পরের সাথে মিলিত হয়ে মুসাফাহা করে এবং প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর উপর দরূদ শরীফ পাঠ করে, তবে তাদের পৃথক হওয়ার পূর্বেই তাদের আগে ও পরের গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। (শুয়াবুল ঈমান লিল বায়হাকী, ৬ষ্ঠ খন্ড, ৪৮১ পৃষ্ঠা, হাদীস নং- ৮৯৪৪,দারুল কুতুবিল ইলমিয়া, বৈরুত) o উভয় হাতে মুসাফাহা করুন। (বাহারে শরীয়ত, ১৬ খন্ড, ৯৮) o যতবারই সাক্ষাৎ হয় বার বার মুসাফাহা করা মুস্তাহাব। (বাহারে শরীয়ত, ১৬ খন্ড, ৯৮) বিদায়ের সময় সালাম করুন এবং হাতও মিলাতে পারেন, সদরুশ শরীয়া বদরুত তরিকা মুফতি মুহাম্মদ আমজাদ আলী আযমী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ লিখেন: এটা সুন্নাত হওয়াটা চিন্তা-ভাবনা দ্বারা নয় কিন্তু মূলত মুসাফাহার জায়িয হাদীস দ্বারা প্রামাণ তখন সেটাও জায়িয মনে করা হবে। (বাহারে শরীয়ত, ১৬, ৯৮) o শুধুমাত্র আঙ্গুল স্পর্শ করার