Book Name:Nematon Ki Qadar Kijiye
মুখ ফিরিয়ে নিলো তখন থেকে অমুসলিমদের উপর তাদের মর্যাদা ও কর্তৃত্ব লোপ পেতে থাকে।
(সিরাতুল জীনান: ৪/২৭)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
শরীরের অঙ্গসমূহের কি কৃতজ্ঞতা আদায় করেছেন?
হযরত মুহাম্মদ বিন হানী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ নিজের কোন বন্ধুর সনদ দিয়ে বর্ণনা করেন যে এক ব্যক্তি হযরত আবু হাযিম رَحْمَۃُ اللهِ عَلَیْہِ কে আরজ করলেন: হে আবু হাযিম! চোখের কৃতজ্ঞতা কি? বললেন: এর মাধ্যমে যদি কোন ভালো বিষয় দেখো তাহলে সেটা ছড়িয়ে দাও আর যদি মন্দ বিষয় দেখো তাহলে সেটা গোপন করে নাও। আরজ করলেন: কানের শুকরিয়া কি? বললেন: যদি এই কানের মাধ্যমে উত্তম কথা শ্রবণ করো তাহলে সেটা মুখস্ত করে নাও আর যদি মন্দ কথা শ্রবণ করো তবে সেটা গোপন রাখো। আরজ করলেন: হাতের শুকরিয়া কি? বললেন: তা দ্বারা এমন জিনিস (যেমন অবৈধ সম্পদ ইত্যাদি) অর্জন করো না, যা তোমার জন্য জায়িয নয় এবং তার মধ্যে যা আল্লাহ পাকের হক রয়েছে (যেমন সদকায়ে ওয়াজিব ইত্যাদি) সেগুলো রেখে দিও না। আরজ করলেন: পেটের শুকরিয়া কি? বললেন: পেটের শুকরিয়া এটা যে তার নিচের অংশে খাবার থাকবে আর উপরের অংশে ইলম দ্বারা সজ্জিত থাকবে। আরজ করলো: লজ্জাস্থানের শুকরিয়া কি? উত্তরে তিনি (১৮ পারা সূরা মুমিনের) এই আয়াতে মোবারকা তিলাওয়াত করলেন:
وَ الَّذِیۡنَ ہُمۡ لِفُرُوۡجِہِمۡ حٰفِظُوۡنَ ۙ (۵) اِلَّا عَلٰۤی اَزۡوَاجِہِمۡ اَوۡ مَا مَلَکَتۡ اَیۡمَانُہُمۡ فَاِنَّہُمۡ غَیۡرُ مَلُوۡمِیۡنَ ۚ (۶) فَمَنِ ابۡتَغٰی وَرَآءَ ذٰلِکَ فَاُولٰٓئِکَ ہُمُ الۡعٰدُوۡنَ ۚ (۷)
(পারা ১৮, মুমিন, ৫-৭)
কানযুল ঈমান থেকে অনুবাদ: আর যারা যৌনাঙ্গগুলোকে সংযত রাখে, নিজেদের স্ত্রীগণ অথবা তাদের ঐ শরীয়তসম্মত দাসীদের নিকট ব্যতীত যারা তাদের মালিকানাধীন। এতে তাদের তিরষ্কার করা হবে না। সুতরাং যারা এ দুই প্রকার ব্যতীত অন্য কিছু কামনা করে তারই সীমালঙ্ঘনকারী।