Nematon Ki Qadar Kijiye

Book Name:Nematon Ki Qadar Kijiye

    আরজ করলো: পায়ের শুকরিয়া কি? বললেন: যদি তুমি এমন কোন জীবিত ব্যক্তিকে দেখো যার উপর তোমার ঈর্ষা হয়, এই পা দ্বারা তার মত আমল করো (অর্থাৎ নেক আমল করো) আর যদি এমন কোন মৃতকে দেখো যা থেকে তুমি অসন্তুষ্ট (Disgust) থাকো তাহলে এই কদমগুলোকে সেই ব্যক্তির মত আমল করা থেকে বিরত থাকো (অর্থাৎ মন্দের দিকে কদম অগ্রসর করো না) এভাবে তুমি আল্লাহ পাকের শুকরিয়া আদায়কারী হয়ে যাবে আর যে ব্যক্তি কেবল মুখে শুকরিয়া আদায় করলো অঙ্গ দ্বারা করলো না, তাহলে তার উদাহরণ ব্যক্তির মত যার নিকট একটি কাপড় রয়েছে আর সে ব্যক্তি এর একটি কিনারা আকঁড়ে ধরলো কিন্তু পরিধান করলো না সেই কাপড় তাকে গরম, ঠান্ডা, বরফ বৃষ্টি থেকে নিরাপদ উপকার দিবে না (হিলইয়াতুল আউলিয়া, /২৭৯, ৩৯৬৩)

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

    প্রিয় ইসলামী ভাইয়েরা! নিঃসন্দেহে আমাদের বুযুর্গদের পবিত্র জীবন আমাদের জন্য পথপ্রদর্শন, অকৃতজ্ঞতা শব্দটি তো মূলত তাঁদের ডিকশনারিতে কখনো ছিলই না কেননা এই মহান ব্যক্তিত্বগণের নিকট নিয়ামতের প্রকৃতঅর্থে মূল্যয়নকারী (Appreciators) ছিলো, এই আল্লাহ ওয়ালাগণ খোদায়ে খান্নান মান্নানের দান করা নিয়ামতসমূহকে স্মরণ করা এবং এর শুকরিয়া আদায় করার পরিবর্তে কখনো উদাসীন হতেন না, এসব সম্মানিত ব্যক্তিদের কৃতজ্ঞতার ধরণ এমন সুন্দর ছিলো যে যখন তারা পানাহার, পোষাক পরিধান করা কিংবা যেকোন কাজ করে তখন আল্লাহ পাকের নিয়ামতের কথা স্মরণ করতেন অনেক সময় তো আল্লাহ পাকের অনুগ্রহসমূহ গণনা করতে করতে, তাঁদের রাত অতিবাহিত হয়েযেতো, এমনকি এই ধারাবাহিকতা সকাল পর্যন্ত এভাবে অব্যাহত থাকতো আসুন! উৎসাহ স্বরুপ কিছু বুযুর্গদের কৃতজ্ঞতার ধরণ লক্ষ করুন এবং আল্লাহ পাকের নিয়ামতের উপর তাঁর কৃতজ্ঞতা জ্ঞাপন করার অভ্যাস করুন, যেমন

নূহ عَلَیْہِ السَّلَام কে কৃতজ্ঞ বান্দা বলার কারণ

    হযরত সাদ বিন মাসউদ সাকফি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন যে হযরত নূহ عَلَیْہِ السَّلَام কে (কুরআনে করীমে)عَبْدًاشَکُوْرًا” (অর্থাৎ কৃতজ্ঞাপন বান্দা) এই জন্য বলা হয়েছে যে তিনি