Nematon Ki Qadar Kijiye

Book Name:Nematon Ki Qadar Kijiye

সাথে আল্লাহ পাকের নিয়ামতের আলোচনা করতে থাকেন, অতএব হযরত সুফিয়ান বিন উয়াইনা رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: আল্লাহ পাক আমাদেরকে এই নিয়ামত দান করেছেন, নিয়ামত দান করেছেন, আমাদের উপর এই অনুগ্রহ করেছেন, অনুগ্রহ করেছেন (এভাবে সকাল পর্যন্ত অব্যাহত রইল)

(শুয়াবুল ঈমান, বাবে ফি তাদাদী, হাদীস: ৪৪৫২, /১১০)

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

১২ দ্বীনি কাজের মধ্যে হতে একটি কাজ হলো

তাফসীর শুনা ও শুনানোর হালকা

    প্রিয় ইসলামী ভাইয়েরা! আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করার পদ্ধতি এটা যে আমরা এর অনুসরণ ও আনুগত্যের আমল করবো এবং তার নাফরমানী থেকে বেঁচে থাকবো এর জন্য দাওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশের একটি সর্বোত্তম বিরাট প্যাটফর্ম, আপনিও দাওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে যান, দাওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশে যেখানে গুনাহ থেকে বেঁচে থাকা ও নেকী করা এবং শরীয়তের উপর আমল করার উৎসাহ দেওয়া হয়, সেখানে এই মানসিকতাও তৈরী করা হয় যে আমরা শরীয়তের অনুকরণ অনুযায়ী কিভাবে জীবনকে সুন্দর থেকে আরো সুন্দর করতে পারবো, জান্নাতের প্রস্তুতি কিভাবে করতে পারি? মাদানী কাফেলাতে আশিকানে রাসূলদের সংস্পর্শতা, সুন্নাতে ভরা ইজতিমাতে হওয়া বয়ানসমূহ, দরস ও বয়ানের হালকা এবং ফজরের নামাযের পর কুরআনের তাফসীর শুনার ও শুনানোর হালকা সবকিছু একই বৈঠক। ফজরের নামাযের পর তাফসীর শুনার ও শুনানোর হালকাদাওয়াতে ইসলামীর ১২টি দ্বীনি কাজের মধ্যে একটি দ্বীনি কাজ। যার মধ্যে প্রতিদিন ৩টি কুরআনের আয়াত কানযুল ঈমান থেকে অনুবাদ সহকারে ও তাফসীরে খাযায়িনুল ইরফান/ তাফসীরে নূরুল ইরফান/ তাফসীরে সিরাতুল জীনান। ফয়যানে সুন্নাতের দরস (কমপক্ষে ৪ পৃষ্ঠা) এবং শাজারায়ে কাদেরীয়া, রযবীয়া, যিয়ায়ীয়া, আত্তারীয়া পাঠ করা হয়। ফজরের পর তাফসীরে কুরআন শুনার ও শুনানোর হালকার বরকতে মসজিদ আবাদ থাকে, কুরআন তিলাওয়াত শুনার সুযোগ হয়, বিভিন্ন বিষয়ের উপর ইলমে দ্বীনের বিভিন্ন মাদানী ফুল শ্রবণ করার