Nematon Ki Qadar Kijiye

Book Name:Nematon Ki Qadar Kijiye

আল্লাহ পাকের কৃতজ্ঞতা জ্ঞাপন করার কিছু পদ্ধতি

    প্রিয় ইসলামী ভাইয়েরা! আমরা নিয়ামতের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপনের বরকত অকৃতজ্ঞতা জ্ঞাপনের শাস্তি শ্রবণ করলাম, আশা করা যায় যে অন্তরে নিয়ামতের গুরুত্ব, নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করা অকৃতজ্ঞতা থেকে বিরত থাকার মাদানী মানসিকতা সৃষ্টি হবে কিন্তু মনে রাখবেন! এই মাদানী চিন্তাধারা অনুযায়ী আমল করা এবং এর উপর অটল (Steadfastness) থাকার জন্য জরুরী হলো আমাদেরকে নিয়ামতের কৃতজ্ঞতার কিছু না কিছু পদ্ধতি জানতে হবে তো আসুন! আল্লাহ পাকের প্রদত্ত নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করার কিছু পদ্ধতিও শ্রবণ করে নিই যাতে এর বরকতে আমরা আমাদের প্রতিপালকের কৃতজ্ঞ বান্দা হয়ে যায়, যেমন

কৃতজ্ঞতা সম্পর্কে অধ্যয়ন করুন!

    () যখনও সুযোগ মিলে শায়খে তরিকত আমীরে আহলে সুন্নাত, হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ মাকতাবাতুল মদীনার বিভিন্ন কিতাব রিসালা অধ্যয়ন করুন, اِنْ شَآءَ الله এর বরকতে জ্ঞানের অসংখ্য ভান্ডার হাতে এসে যাবে সাথে সাথে নিয়ামতের উপর কৃতজ্ঞতার মানসিকতাও সৃষ্টি হবে কৃতজ্ঞতা সম্পর্কে জানার জন্য মাকতাবাতুল মদীনার কিতাব শুকর কে ফযায়িলএবং হুজ্জাতুল ইসলাম হযরত ইমাম মুহাম্মদ গাযালী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ লিখিত কিতাব ইহয়াউল উলুম খন্ড, ২৩৯ পৃষ্ঠা অধ্যয়নে অসংখ্য উপকার রয়েছে

নিজের চেয়ে নিম্নমানের লোকদের দিকে দেখুন

    () কৃতজ্ঞতা জ্ঞাপনের অভ্যাস করার জন্য সর্বদা নিজের চেয়ে নিম্নমানের লোকদের দিকে দেখুন আর মনমানসিকতা বানিয়ে নিন যে আমার নিকট তো আল্লাহ পাকের দেয়া অনেক নিয়ামত বিভিন্ন রকমের আরাম আয়েশ বিদ্যমান রয়েছে কিন্তু অমুক ব্যক্তিতো অক্ষম সর্বদা অসুস্থ, পেরাশানের শিকার, অমুকের নিকটতো নিজস্ব ঘর কিংবা গাড়ি আর উত্তম পোষাকও নেই এমনকি সেই ব্যক্তি বেলা খাবারের জন্য অন্যের মুখাপেক্ষী

নিয়ামতের প্রতি গভীর চিন্তা করুন

    (৩) কৃতজ্ঞতার অভ্যাস করার জন্য আল্লাহ পাকের অসংখ্য নিয়ামতরে প্রতি চিন্তা করুন তিনি আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم