Book Name:Nematon Ki Qadar Kijiye
সৌভাগ্য অর্জিত হয়, কুরআন শরীফ পড়া ও পড়ানো এবং বুঝা ও বুঝানোর কথা কি বলবো যেমন,
প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: خَیْـرُکُمْ مَنْ تَعَلَّمَ الْـقُراٰنَ وَعَلَّمَهُ অর্থাৎ তোমাদের মধ্যে সর্বোত্তম ঐ ব্যক্তি যে কুরআন শিখে ও অন্যকে শিক্ষা দেয়। (বুখারী, ৩/৪১০ হাদীস: ৫০২৭)
প্রিয় ইসলামী ভাইয়েরা! ফজরের পর তাফসীর শুনার ও শুনানোর হালকাতে অংশগ্রহণ করার ফলে কুরআন তিলাওয়াত, অনুবাদ ও তাফসীর, ফয়যানে সুন্নাতের চার পৃষ্ঠা দরস, অযিফাসমূহ, আউলিয়ায়ে কিরামের আলোচনা সংযুক্ত শাজারা শরীফের অযিফা পড়ার ও শুনার সৌভাগ্য অর্জন করে দিন আরম্ভ করা কত বরকতময় হবে। আসলে ফজরের পর তাফসীর শ্রবণ করার হালকা কল্যাণের সমষ্টি।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! অকৃতজ্ঞতাকারীর অভ্যাস থেকে বাঁচার জন্য বুযুর্গগণের বাণীর আলোকে আসুন এখন নিয়ামতের অকৃতজ্ঞতার কিছু শাস্তিও শ্রবণ করি। যেমন,
আমীরুল মুমিনীন হযরত আলীউল মুরতাযা رَضِیَ اللهُ عَنْہُ বলেন: নিয়ামত নষ্ট করা থেকে বেঁচে থাকো কারণ যা নষ্ট হয়ে যায় তা দ্বিতীয়বার পাওয়া যায়না। আরো বলেন: যখন তোমাদের এদিক-ওদিক থেকে নিয়ামত অর্জন হতে থাকে তাহলে অকৃতজ্ঞতা হয়ে এর ধারাবাহিকতা থেকে নিজ থেকে দূর করো না। (দ্বীন ও দুনিয়া কি আনুওকীহ বাতে, ৫১৫)
হযরত মুগীরা বিন শু’বা رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: যিনি তোমাকে নিয়ামত দান করে তুমি তার কৃতজ্ঞতা আদায় করো আর যে তোমার কৃতজ্ঞতা প্রকাশ করে তুমি তাকে নিয়ামত দ্বারা ধন্য করে দাও কেননা অকৃতজ্ঞতা হওয়া দ্বারা নিয়ামত অবশিষ্ট থাকে না আর কৃতজ্ঞতা আদায় করার দ্বারা নিয়ামত কখনো নষ্ট হয় না। (দ্বীন ও দুনিয়াকী আনুকীহ বাতে, ৫১৪)
হযরত ইবনে আয়েশা رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: বর্ণিত আছে যে আল্লাহ পাক যখন কাউকে কোন নিয়ামত দান করে অতঃপর সে ঐ নিয়ামত দ্বারা যুলুম ও নিপীড়ন দ্বারা