Waham Aur Badshaguni

Book Name:Waham Aur Badshaguni

বিশ্বাস করুন সেগুলো থেকে এমন সুন্দর সুগন্ধ আসছিলো যে, আমি আশ্চার্য হয়ে গিয়েছিলাম, কখনো গোলাপ ফুলে আমি এরূপ সুগন্ধ পাইনি, বরং ঘন্টাখানেক এই সুগন্ধ আমার হাতে ছিলো

(তাযকিরায়ে আমীরে আহলে সুন্নাত (২য় পর্ব), ৪১ পৃষ্ঠা)

 

    سُبْحٰنَ الله নিঃসন্দেহে উম্মে আত্তার رَحْمَۃُ اللهِ عَلَیْہَا কোন সাধারণ মহিলা ছিলেন না বরং আল্লাহ পাকের নেকট্যধন্য, ধৈর্যশীল কৃতজ্ঞ এবং সাহসী মহিলা ছিলেন, যিনি সামাজিক প্রতিবন্ধকতায়ও দৃঢ়তার সাথে নিজের সন্তানদের সুন্নাতের প্রশিক্ষণে রত ছিলেন, যিনি নামায সুন্নাতের প্রতি নিজেও অনুসারী ছিলেন আর নিজের সন্তানদেরও নামায পড়তে আদেশ দিতেন সম্ভবত এই কাজটিই আল্লাহ পাকের পছন্দ হয়ে গিয়েছিলো, সুতরাং দুনিয়া থেকে নিজের ঈমান নিয়ে গেলো, ওফাতের পর চেহারাও আলোকিত হয়ে গিয়েছিলো আর যে স্থানে ওফাত হয়েছিলো সেই জায়গা সুন্দর সুগন্ধে ভরা ছিলো যদি আমাদের ইসলামী বোনেরাও উম্মে আত্তার رَحْمَۃُ اللهِ عَلَیْہَا এর এই চরিত্র থেকে শিক্ষা অর্জন করে এবং নফস শয়তানের বিরোধীতা করে জাহির বাতিনকে শরীয়াতের অলঙ্কারে সাজিয়ে নেয়, ফরয ওয়াজিবকে নিজের মধ্যে আবশ্যক করে নেয়, যেভাবে তারা সন্তানদের স্কুল (School) অথবা টিউশনিতে যেতে অবহেলা করতে দেয়না আর যদি কখনো হয়েও যায় তবে কঠোরতা অবলম্বন করে, যদি এভাবেই নামায অন্যান্য প্রয়োজনীয় মাসআলা আর দ্বীনি শিক্ষার ক্ষেত্রেও চেষ্টা করে, তবে এতে দুনিয়ায়ও অসংখ্য উপকারীতা অর্জিত হবে এবং আখিরাতেও বরকত নসীব হবে

 

    ১৭ সফরুল মুজাফ্ফর উম্মে আত্তার رَحْمَۃُ اللهِ عَلَیْہَا এর ওরস উদযাপন করা হয়, সকল ইসলামী ভাই এই মাসে উম্মে আত্তার