Waham Aur Badshaguni

Book Name:Waham Aur Badshaguni

رَحْمَۃُ اللهِ عَلَیْہَا এর ইসালে সাওয়াবের জন্য কমপক্ষে তিনদিনের মাদানী কাফেলায় সফর করুন

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                     صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

সালাম করার সুন্নাত আদব

    প্রিয় ইসলামী ভাইয়েরা! আসুন! শায়খে তরীকত, আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর লিখিত পুস্তিকা ১০১ মাদানী ফুলথেকে সালাম করার সুন্নাত আদব শ্রবণ করি: * কোন মুসলমানের সাথে সাক্ষাতের সময় সালাম করা সুন্নাত * মাকতাবাতুল মদীনা কর্তৃক প্রকাশিত বাহারে শরীয়াতের ১৬তম খন্ডের ১০২ পৃষ্ঠায় লিখিত অংশের সারমর্ম হচ্ছে: সালাম করার সময় অন্তরে যেন নিয়্যত থাকে যে, আমি যাকে সালাম করছি, তার সম্পদ মান সম্মান সবকিছু আমার হিফাযতে এবং আমি এসব কিছুর কোন বিষয়ে হস্তক্ষেপ করাকে হারাম মনে করছি (বাহারে শরীয়াত, /৪৫৯, ১৬তম অংশ) * দিনে যতবার সাক্ষাৎ হয়, এক রুম থেকে অন্য রুমে বারবার আসা যাওয়া করার সময় সেখানে উপস্থিত মুসলমানদেরকে সালাম করা সাওয়াবের কাজ, * আগে সালাম করা সুন্নাত, * প্রথমে সালামকারী আল্লাহ পাকের নিকটবর্তী প্রিয়

 

ঘোষাণা

    সালাম করার অবশিষ্ট সুন্নাত আদব তরবিয়তি হালকায় বয়ান করা হবে, সুতরাং এগুলো জানার জন্য তরবিয়াতী হালকাতে অবশ্যয় অংশ গ্রহণ করুন

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                     صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد