Book Name:Waham Aur Badshaguni
رَحْمَۃُ اللهِ عَلَیْہَا এর ইসালে সাওয়াবের জন্য কমপক্ষে তিনদিনের মাদানী কাফেলায় সফর করুন।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
সালাম করার সুন্নাত ও আদব
প্রিয় ইসলামী ভাইয়েরা! আসুন! শায়খে তরীকত, আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর লিখিত পুস্তিকা “১০১ মাদানী ফুল” থেকে সালাম করার সুন্নাত ও আদব শ্রবণ করি: * কোন মুসলমানের সাথে সাক্ষাতের সময় সালাম করা সুন্নাত। * মাকতাবাতুল মদীনা কর্তৃক প্রকাশিত বাহারে শরীয়াতের ১৬তম খন্ডের ১০২ পৃষ্ঠায় লিখিত অংশের সারমর্ম হচ্ছে: “সালাম করার সময় অন্তরে যেন এ নিয়্যত থাকে যে, আমি যাকে সালাম করছি, তার সম্পদ ও মান সম্মান সবকিছু আমার হিফাযতে এবং আমি এসব কিছুর কোন বিষয়ে হস্তক্ষেপ করাকে হারাম মনে করছি। (বাহারে শরীয়াত, ৩/৪৫৯, ১৬তম অংশ) * দিনে যতবার সাক্ষাৎ হয়, এক রুম থেকে অন্য রুমে বারবার আসা যাওয়া করার সময় সেখানে উপস্থিত মুসলমানদেরকে সালাম করা সাওয়াবের কাজ, * আগে সালাম করা সুন্নাত, * প্রথমে সালামকারী আল্লাহ পাকের নিকটবর্তী ও প্রিয়।
ঘোষাণা
সালাম করার অবশিষ্ট সুন্নাত ও আদব তরবিয়তি হালকায় বয়ান করা হবে, সুতরাং এগুলো জানার জন্য তরবিয়াতী হালকাতে অবশ্যয় অংশ গ্রহণ করুন।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد