Book Name:Fazail e Hasnain e Karimain
আসুন! আমরাও ঐ মহান মনিষীদের ভালোবাসা নিজের অন্তরে আরো দৃঢ় করতে এবং তাঁদের আচার ও আচরণের উপর আমল করার নিয়্যতে তাঁদের কল্যাণময় আলোচনা শ্রবন করি।
হাসানাঈনে করীমাইনের رَضِیَ
اللهُ عَنْہُمَا মধ্যে বড় হলেন,
হযরত ইমাম হাসান
মুজতাবা رَضِیَ
اللهُ عَنْہُ। তাঁর উপনাম
(কুনিয়্যত)
হলো “আবু মুহাম্মদ”
এবং উপাধী হলো
“তক্বী
ও সৈয়্যদ”
আর পরিচিত ছিলেন
“সিবতে
রাসূল” হিসাবে,
তাঁকে “রাইহানাতুর রাসূল”ও বলা
হতো। ইমাম হাসান رَضِیَ اللهُ عَنْہُ হলেন
জান্নাতী যুবকদের সর্দার।
তাঁর মুবারক জন্ম
৩য় হিজরীর ১৫
রমযানুল মুবারক রাতে মদীনা শরীফে
হয়েছিলো।
রাসূলে পাক
صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সপ্তম
দিনে তাঁর আকিকা
করেন, চুল কর্তন
করা হলো এবং
আদেশ দিলেন: চুলের
সমপরিমান ওজনের রূপা সদকা করে
দাও।
(তারিখুল খোলাফা, ১৪৯ পৃষ্ঠা। রওযাতুশ শুহাদা (অনুদিত), ১/৩৯৬)
তাঁর নাম রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّمই
রাখেন। পরিপূর্ণ ঘটনাটি এরূপ: হযরত আসমা বিনতে উমাইস رَضِیَ اللهُ عَنْہَا প্রিয়
নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দরবারে হযরত ইমাম হাসান رَضِیَ اللهُ عَنْہُ এর
জন্মের সুসংবাদ শুনান। তখন প্রিয় নবী صَلَّی
اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তাশরীফ
নিয়ে আসলেন এবং ইরশাদ করলেন: আসমা! আমার সন্তানকে আনো,
হযরত আসমা رَضِیَ اللهُ عَنْہَا (ইমাম হাসান رَضِیَ اللهُ عَنْہُ কে) একটি কাপড়ে জড়িয়ে রাসূলে পাক
صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর খেদমতে উপস্থিত করলেন। হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم