Book Name:Fazail e Hasnain e Karimain
আহলে বাইতের رِضْوَانُ اللهِ عَنْہُمْ اَجْمَعِیْن ফযীলত
প্রিয় ইসলামী ভাইয়েরা! পবিত্র আহলে বাইতের رِضْوَانُ اللهِ عَنْہُمْ اَجْمَعِیْن শানে আল্লাহ পাক ২২তম পারার সূরা আহযাবের ৩৩ নং আয়াতে ইরশাদ করেন:
اِنَّمَا یُرِیۡدُ اللّٰہُ لِیُذۡہِبَ عَنۡکُمُ الرِّجۡسَ اَہۡلَ الۡبَیۡتِ وَ یُطَہِّرَکُمۡ تَطۡہِیۡرًا )۳۳(
(পারা ২২, সূরা আহযাব, আয়াত ৩৩)
কানযুল ঈমান থেকে অনুবাদ: হে নবীর পরিবারবর্গ! আল্লাহ তো এটাই চান যে, তোমাদের থেকে প্রত্যেক অপবিত্রতা দূরীভূত করে দেবেন এবং তোমাদেরকে পবিত্র করে অতীব পরিচ্ছন্ন করে দেবেন।
অধিকাংশ মুফাসসীরে কিরামের رَحِمَہُمُ اللهُ عَلَیْہِمْ اَجْمَعِیْن অভিমত হচ্ছে: এই আয়াতে মুবারাকা হযরত আলীউল মুরতাদ্বা, হযরত ফাতেমা যাহরা, হযরত ইমাম হাসান ও হযরত ইমাম হোসাইন رِضْوَانُ اللهِ عَنْہُمْ اَجْمَعِیْن এর হকে অবতীর্ণ হয়েছে। হযরত ইমাম আহমদ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ হযরত আবু সাঈদ খুদুরী رَضِیَ اللهُ عَنْہُ থেকে বর্ণনা করেন: এই আয়াত পাঞ্জেতন পাকের শানে অবতীর্ণ হয়েছে। পাঞ্জেতন দ্বারা উদ্দেশ্য হচ্ছে নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم, হযরত আলী, হযরত ফাতেমা, হযরত ইমাম হাসান এবং হযরত ইমাম হোসাইন رَضِیَ اللهُ عَنْہُمْ। (সাওয়ানেহে কারবালা, ৭৯-৮০ পৃষ্ঠা)
অপর এক বর্ণনায় এটাও রয়েছে: রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এই ব্যক্তিত্বরা সহ তাঁর অন্যান্য সাহেবজাদা এবং নিকটাত্মীয় ও পবিত্র স্ত্রীগণদেরও অন্তর্ভূক্ত করেছেন। (আস সাওয়ায়েকেল মাহরাকা, ১ম অধ্যায়, ১৪৪ পৃষ্ঠা)
আয়াতে মুবারাকার তাফসীর করতে গিয়ে হযরত ইমাম তাবারী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: অর্থাৎ হে মুহাম্মদ (صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم) এর