Fazail e Hasnain e Karimain

Book Name:Fazail e Hasnain e Karimain

ডান কানে আযান বাম কানে তাকবীর দিলেন আর হযরত মওলা আলীউল মুরতাদা کَرَّمَ اللهُ وَجْہَہُ الْکَرِیْم কে জিজ্ঞাসা করলেন: তুমি এই মর্যাদাপূর্ণ সন্তানের নাম কি রেখেছো? আরয করলেন: ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! আমার কি এমন ক্ষমতা যে, বিনা অনুমতিতে আগেই নাম রেখে দিবো, কিন্তু আপনি যখন জিজ্ঞাসা করছেন তবে আমার মনে হয় হারবনাম রাখা হোক, বাকী হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর ইচ্ছা তখন প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তাঁর নাম রাখেন হাসান  (সাওয়ানেহে কারবালা, ৯২ পৃষ্ঠ)

    তাঁর ছোট ভাই সায়্যিদুশ শুহাদা, রাকিবে দোশে মুস্তফা, হযরত সায়্যিদুনা ইমাম হোসাইন رَضِیَ اللهُ عَنْہُ এর জন্ম ৪র্থ হিজরীর শাবানুল মুয়াযযম মদীনা মুনাওয়ারায় হয়েছিলো তাঁর নাম প্রিয় নবী, রাসূলে আরবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّمহোসাইনএবং শাব্বিররাখেন আর তাঁর উপনাম (কুনিয়্যত) আবু আব্দুল্লাহতাঁর উপাধীও সিবতু রাসূল এবং রাইহানাতুর রাসূল” (রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর ফুল), তাঁর বড় ভাইয়ের ন্যায় তিনি رَضِیَ اللهُ عَنْہُ জান্নাতী যুবকদের সর্দার (আসাদুল গাবা, বাবুল হা ওয়াল হোসাইন, ১১৭৩ পৃষ্ঠা আল হোসাইন বিন আলী, ২৫-২৬ পৃষ্ঠা সিয়রে লামুন নিবালা, ২৭০ পৃষ্ঠা আল হোসাইন শহীদ..., /৪০২-৪০৪ পৃষ্ঠা)

নাম কি রকম রাখা উচিত?

    প্রিয় ইসলামী ভাইয়েরা! এখন আমরা শুনলাম যে, নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم নিজের প্রিয় নাতীদ্বয়ের নাম নিজে রেখেছেন আসুন! এই ব্যাপারে নাম রাখার কিছু আদব শ্রবণ করি