Book Name:Fazail e Hasnain e Karimain
ফাতেমাতুয যাহরা رَضِیَ اللهُ عَنْہَا কে ইরশাদ করতেন: আমার সন্তানদেরকে আমার কাছে ডাকো, অতঃপর তাঁদের ঘ্রাণ নিতেন এবং নিজের বুকে জড়িয়ে ধরতেন।
(তিরমিযী, কিতাবুল মানাকিব আন রাসূলূল্লাহ, ৫/৪২৮, হাদীস ৩৭৯৭)
প্রসিদ্ধ মুফাসসীরে কুরআন, হাকীমুল উম্মত হযরত মুফতী আহমদ ইয়ার খাঁন رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এই হাদীসে পাকের ব্যাখ্যায় বলেন: ভালোবাসার অনেক ধরণ রয়েছে; সন্তানের প্রতি ভালোবাসা এক ধরনের, স্ত্রীর প্রতি ভালোবাসা আরেক ধরণের, বন্ধুদের প্রতি ভালোবাসা এক ধরনের। সন্তানদের মধ্যে হযরত ইমাম হাসান ও ইমাম হোসাইন (رَضِیَ اللهُ عَنْہُمَا) খুবই প্রিয়, স্ত্রীদের (رَضِیَ اللهُ عَنْہُنَّ) মধ্যে হযরত আয়েশা সিদ্দিকা رَضِیَ اللهُ عَنْہَا প্রিয়, আল্লাহ পাকের প্রিয় মাহবুব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর বন্ধু বান্ধবদের মধ্যে (আমিরুল মুমিনিন) হযরত আবু বকর সিদ্দিক رَضِیَ اللهُ عَنْہُ হলেন সবচেয়ে প্রিয়। তিনি আরো বলেন: হুযুর (صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم) তাঁদের কেনই বা শুঁকবেন না, তাঁরা উভয়েই তো হুযুর (صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم) এর ফুল ছিলেন, ফুলের তো ঘ্রাণই নেয়া হয়, তাঁদের বুকের সাথে লাগানো, জড়িয়ে ধরা অত্যধিক ভালোবাসার কারণেই ছিলো। এ থেকে জানা যায়, ছোট্ট শিশুদের ঘ্রাণ নেয়া, তাদের আদর করা, তাদের জড়িয়ে ধরা, চেপে ধরা রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সুন্নাত। (মিরাতুল মানাজিহ, ৮/৪১৮)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد