Book Name:Fazail e Hasnain e Karimain
وَسَلَّم এর জাহেরী পর্দা করার পরও তাঁর পবিত্র আহলে বাইত رِضْوَانُ اللهِ عَنْہُمْ اَجْمَعِیْن বিশেষ করে হাসানাঈন করীমাইনের رَضِیَ اللهُ عَنْہُمَا প্রতি অত্যাধিক খেয়াল রাখতেন।
সিদ্দিকে আকবরের ইমাম হাসানের প্রতি ভালোবাসা
হযরত আবু বকর সিদ্দিক رَضِیَ اللهُ عَنْہُ যখন মুমিনদের আমির ও মুসলমানদের খলিফা নির্বাচিত হলেন তখন রাসূলে করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সাথে সম্পর্কের কারণে হযরত আবু বকর সিদ্দিক رَضِیَ اللهُ عَنْہُ পবিত্র আহলে বাইতদের رِضْوَانُ اللهِ عَنْہُمْ اَجْمَعِیْن অনেক খেয়াল রাখতেন এবং পবিত্র আহলে বাইত رِضْوَانُ اللهِ عَنْہُمْ اَجْمَعِیْن সম্পর্কে বলতেন: “হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর আত্মীয়রা আমার নিকট আমার আত্মীয় থেকে বেশি প্রিয়।”
(বুখারী, কিতাবুল মাগাযী, বাবু হাদীসু বনী নাদ্বারা, ৩/২৯, হাদীস ৪০৩৬)
ফারুকে আযমের ইমাম হোসাইনের প্রতি অফুরন্ত ভালোবাসা
হযরত ইমাম হোসাইন رَضِیَ اللهُ عَنْہُ বলেন: আমি একদিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকে আযম رَضِیَ اللهُ عَنْہُ এর ঘরে গেলাম, কিন্তু তিনি رَضِیَ اللهُ عَنْہُ হযরত আমিরে মুয়াবিয়া رَضِیَ اللهُ عَنْہُ এর সাথে আলাদাভাবে কথাবার্তায় লিপ্ত ছিলেন এবং তাঁর ছেলে হযরত আব্দুল্লাহ رَضِیَ اللهُ عَنْہُ দরজায় দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন। কিছুক্ষণ অপেক্ষা করার পর তিনি ফিরে আসতে লাগলেন তখন তাঁর সাথে আমিও ফিরে এলাম। পরে আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকে আযম رَضِیَ اللهُ عَنْہُ এর সাথে আমার সাক্ষাত হলো, তখন আমি আরয করলাম: “হে আমিরুল মুমিনিন! আমি