Book Name:Fazail e Hasnain e Karimain
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! اَلْحَمْدُ لِلّٰه আশিকানে রাসূলের দ্বীনি সংগঠন দা’ওয়াতে ইসলামী প্রায় ৮০টিও অধিক বিভাগের মাধ্যমে নেকীর দাওয়াতের প্রচার-প্রসার করার মধ্যে রত রয়েছে, এই বিভাগ সমূহের মধ্যে একটি হলো “অনুবাদ বিভাগ”। اَلْحَمْدُ لِلّٰه দাওয়াতে ইসলামীর বার্তা দুনিয়ার অসংখ্য দেশে পৌঁছে গিয়েছে, ওই দেশগুলোর মধ্যে নেকীর দাওয়াত প্রচার-প্রসার করার জন্য ওই দেশগুলোর ভাষায় কিতাব ও পুস্তিকার প্রয়োজন ছিলো, সুতরাং এই কাজ সম্পাদন করার জন্য “অনুবাদ বিভাগ” প্রতিষ্ঠা করা হয়েছে। এই বিভাগের কাজ মাকতাবাতুল মদীনা থেকে প্রকাশিত বিভিন্ন কিতাব ও পুস্তিকার বিভিন্ন ভাষায় অনুবাদ করে এগুলোকে দুনিয়ার বিভিন্ন দেশে পৌঁছানো। اَلْحَمْدُ لِلّٰه এ পর্যন্ত দুনিয়ার প্রায় ৩৬টি ভাষায় অনুবাদ হচ্ছে। বিভিন্ন ভাষায় অনুবাদ কৃত কিতাব ও পুস্তিকা দাওয়াতে ইসলামীর ওয়েব-সাইট www.dawateislami.net থেকে পড়া ও ডাউনলোড (Download) করা যাবে।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! যখন সাহাবায়ে কিরাম عَلَیْہِمُ الرِّضْوَان হুযুরে আকরাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে তাঁর আহলে বাইত رِضْوَانُ اللهِ عَنْہُمْ اَجْمَعِیْن এবং প্রিয় নাতিগণকে رَضِیَ اللهُ عَنْہُمَا খুবই ভালোবাসতে দেখলেন তখন রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সম্পর্কের কারণে এই ব্যক্তিত্বরাও তাঁদেরকে ভালোবাসতেন ও আদর করতেন এবং হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ