Fazail e Hasnain e Karimain

Book Name:Fazail e Hasnain e Karimain

কিতাবের অধ্যয়ন দৃষ্টিভঙ্গি ও চিন্তাধারার সঠিক দিক ও ইলম অর্জনের উত্তম উপায়। যেমনিভাবে শায়খে তরীকত আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ বলেন: অধ্যয়ন ইলমে দ্বীনের প্রাণ। মৌলিক আকায়িদ সম্পর্কে জানার সাথে সাথে প্রত্যেক বিবেকবান প্রাপ্ত বয়স্ক মুসলমানের উপর তার প্রয়োজন অনুযায়ী প্রয়োজনীয় শরয়ী মাসায়ীল শিখা ফরযে আইন। দ্বীনি কিতাব অধ্যয়ন আল্লাহ পাকের সন্তুষ্টি ও সাওয়াব অর্জনের মাধ্যম আর এর মাধ্যমে তার ইলমে দ্বীনের সমৃদ্ধি হয়ে থাকে। ইলমে দ্বীন শিখার অন্যতম মাধ্যম কিতাব, সুতরাং এ ধরণের কিতাব ও পুস্তিকা অধ্যয়ন করা উচিত, যার মাধ্যমে দৃষ্টিভঙ্গি ও চিন্তাধারার সঠিক দিক নির্ণয় আর চারিত্রিক ও মানসিকতার শিক্ষার মাধ্যম হয়। তাই আশিকানে রাসূলের দ্বীনি সংগঠন দাওয়াতে ইসলামী আল্লাহ পাকের দয়া ও করুনায় ইলমে দ্বীন প্রসার করার জন্য যেখানে বিভিন্ন বিভাগ ও দ্বীনি কাজ শুরু করেছে, সেখানে কিতাব ও পুস্তিকার মাধ্যমে ইসলামী ভাই ও ইসলামী বোনদের যোগাযোগ মজবুত করার জন্য সাপ্তাহিক পুস্তিকা অধ্যয়ননামে দ্বীনি কাজ শুরু করেছে, যার মাধ্যমে সাপ্তাহিক মাদানী মুযাকারায় কোন একটি পুস্তিকার অধ্যয়ন করা অথবা অডিও পুস্তিকা শুনার জন্য উৎসাহ দেয়া হয়। اَلْحَمْدُ لِلّٰه অসংখ্য ইসলামী ভাই  ও ইসলামী বোন এর অধ্যয়ন করে নিজের যিম্মাদারদেরকে জানিয়ে থাকে যে, তারা এই সপ্তাহের পুস্তিকা পড়ে বা শুনে নিয়েছে। আমীরে আহলে সুন্নাত ও জানশীনে আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর উৎসাহের জন্য পুস্তিকা অধ্যয়নকারীকে দোয়ার মাধ্যমে ধন্য করে থাকেন। আপনিও সাপ্তাহিক পুস্তিকা