Fazail e Hasnain e Karimain

Book Name:Fazail e Hasnain e Karimain

উপস্থিত হয়ে আরয করলাম: লোকেরা আপনাকে অনুসরন (Follow) করে এবং আপনারা একে অপরের সাথে সম্পর্কে ছিন্ন অর্থাৎ কথাবার্তা বন্ধ রেখেছেন আপনি এখনই ইমাম হাসান رَضِیَ اللهُ عَنْہُ  এর নিকট যান এবং তাঁকে রাজি করান, কেননা আপনি তাঁর ছোট, ইমাম হোসাইন رَضِیَ اللهُ عَنْہُ বললেন: যদি আমি নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে এরূপ ইরশাদ করতে না শুনতাম যে, যখন দুজন ব্যক্তির মধ্যে সম্পর্ক ছিন্ন হয়ে যায়, তবে তাদের মধ্যে কথাবার্তা বলার জন্য যে প্রথমে অগ্রগামী হবে, সে প্রথমে জান্নাতে যাবে তবে আমি সাক্ষাত করতে অবশ্যই অগ্রগামী হতাম কিন্তু আমি এই বিষয়টি পছন্দ করিনা যে, আমি তাঁর পূর্বে জান্নাতে চলে যাই

    হযরত আবু হুরাইরা رَضِیَ اللهُ عَنْہُ বলেন: এরপর আমি হযরত ইমাম হাসান رَضِیَ اللهُ عَنْہُ এর দরবারে উপস্থিত হলাম আর তাকে সকল ঘটনাটি বললাম, ইমাম হাসান رَضِیَ اللهُ عَنْہُ বললেন: ইমাম হোসাইন যে কথা বলেছে তা সঠিক অতঃপর ইমাম হাসান رَضِیَ اللهُ عَنْہُ ইমাম হোসাইনের নিকট তাশরীফ নিয়ে গেলেন, তাঁর সাথে সাক্ষাত করলেন এবং উভয় ভাইয়ের মাঝে পরম্পর মীমাংসা হয়ে গেলো  (যুখাইরুল উকবা, ২৩৮ পৃষ্ঠা)

অসন্তুষ্ট আত্মীয়দের সাথে মীমাংসা করে নিন

    প্রিয় ইসলামী ভাইয়েরা! যদি আমাদের মধ্যে কারো কোন আত্মীয় অসন্তুষ্ট থাকে তবে যদিও সেই আত্মীয়েরই ভূল হোক না কেন, মীমাংসার জন্য নিজে অগ্রগামি হোন এবং নিজে গিয়ে স্বতঃস্ফূর্তভাবে তার সাথে সাক্ষাত করে সম্পর্ক জোড়া লাগান।