Fazail e Hasnain e Karimain

Book Name:Fazail e Hasnain e Karimain

যদি ক্ষমা চাওয়াতেও নিজেকে অগ্রগামি করতে হয়, তবে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য ক্ষমা চাওয়াতে অগ্রগামি হওয়া চাই, اِنْ شَآءَ الله মাথা উঁচু হবে প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: مَنْ تَوَاضَعَ لِلّٰہِ رَفَعَہُ اللّٰہ অর্থাৎ যে আল্লাহ পাকের জন্য বিনয় অবলম্বন করে, আল্লাহ পাক তাকে উন্নতি দান করেন (শুয়াবুল ঈমান, /২৭৬, হাদীস ৮১৪০) সর্বদা নিজের আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখুন, তাদের সাথে সদাচরন করতে থাকুন, কেননা এতে উপকারই উপকার

    হযরত আবু লাইস সমরকন্দি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: আত্মীয়দের সাথে সদাচরন করার ১০টি উপকারীতা রয়েছে: * আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জিত হয় * মানুষের খুশির উপলক্ষ্য হয় * ফিরিশতারা খুশি হয় * মুসলমানদের পক্ষ থেকে সেই ব্যক্তির প্রশংসা হয় * শয়তানের এতে কষ্ট হয় * বয়স বৃদ্ধি পায় * রিযিকে বরকত হয় * মৃত মুসলমান পিতা দাদা খুশি হয় * পরস্পর ভালোবাসা বৃদ্ধি পায় * মৃত্যুর পর তার সাওয়াব বৃদ্ধি পায়, কেননা লোকেরা তার জন্য কল্যাণের দোয়া করে

(তাম্বিহহুল গাফিলিন, ৭৩ পৃষ্ঠা)

    প্রিয় ইসলামী ভাইয়েরা! নিজের ঘর ও সমাজকে শান্তির নীড় বানাতে আশিকানে রাসূলের দ্বীনি সংগঠন দাওয়াতে ইসলামীর সুবাসিত দ্বীনি পরিবেশে সম্পৃক্ত হয়ে যান, প্রতি মাসে কমপক্ষে তিনদিনের জন্য মাদানী কাফেলায় সুন্নাতে ভরা সফর করুন এবং নেক আমল অনুযায়ী জীবন অতিবাহিত করুন। আত্মীয়দের সাথে সদাচরণ করার ফযীলত ও বরকত জানার জন্য শায়খে তরীকত, আমীরে আহলে সুন্নাত, দাওয়াতে ইসলামীর