Book Name:Fazail e Hasnain e Karimain
হয়ে যায়, এরূপ লোকদের এক মুহুর্তের জন্য চিন্তা করা দরকার যে, এই খুশি প্রশংসার আকাঙ্ক্ষা রোগের প্রতিফল তো নয়, সুতরাং আম্বিয়ায়ে কিরাম عَلَیْہِمُ السَّلَام, সাহাবায়ে কিরাম ও তাবেঈন رِضْوَانُ اللهِ عَنْہُمْ اَجْمَعِیْن এবং আউলিয়ায়ে কিরাম رَحِمَہُمُ الله এর নামের সাথে মিলিয়ে রাখা উচিৎ, যার একটি উপকারিতা এটা হবে যে, শিশুর বুযুর্গদের সাথে রূহানি সম্পর্ক প্রতিষ্ঠা হয়ে যাবে এবং দ্বিতীয়ত সেই নেক ব্যক্তিত্বদের নাম রাখার বরকতে তার জীবনে মাদানী প্রভাবও বিরাজ করবে। নাম সম্পর্কে আরো চিত্তাকর্ষক ও আশ্চর্যজনক বিষয় জানার জন্য মাকাতাবাতুল মদীনার কিতাব “নাম রাখার বিধান” অধ্যয়ন করুন, এই কিতাবে শিশুদের নাম রাখার জন্য অসংখ্য ভালো ভালো নামের তালিকা বিদ্যমান, এছাড়াও শিশুদের নাম রাখার ব্যাপারে অসংখ্য মাদানী ফুল বিভিন্ন স্থানে নিজের সুবাশ ছড়াচ্ছে। দা’ওয়াতে ইসলামীর ওয়েব সাইট www.dawateislami.net থেকেও এই কিতাবটি পড়তে পারবেন, ডাউনলোড (Download) এবং প্রিন্ট আউট (Print Out)ও করতে পারবেন।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
হাদীসে পাকের আলোকে হাসানাঈনে করীমাইনের মর্যাদা
প্রিয় ইসলামী ভাইয়েরা! নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم বিভিন্ন সময়ে এই ব্যক্তিত্বদের এমন শান ও মহত্ব বর্ণনা করেছেন, যা শুনে اِنْ شَآءَ الله আমাদের অন্তরে হাসানাঈন করীমাইনের رَضِیَ اللهُ عَنْہُمَا ভালোবাসা বৃদ্ধি পাবে। আসুন! তাঁদের শান ও মহত্ব সম্পর্কীত প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর কয়েকটি বাণী শ্রবন করি।