Fazail e Hasnain e Karimain

Book Name:Fazail e Hasnain e Karimain

    মনে রাখবেন! উত্তম নাম রাখা সন্তানের হক সমূহের মধ্যে একটি হক এবং পিতামাতার পক্ষ থেকে তাদের সন্তানদের জন্য সর্বপ্রথম এবং মৌলিক উপহারও বটে, যা সে সারা জীবন নিজের বুকে আগলে রাখে, এমনকি যখন কিয়ামত সংগঠিত হবে তখন তাকে এই নামেই আল্লাহ পাকের নিকট ডাকা হবে যেমনিভাবে

    হযরত আবু দারদা رَضِیَ اللهُ عَنْہُ থেকে বর্ণিত; রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: কিয়ামতের দিন তোমাদেরকে তোমাদের তোমাদের বাপদাদার নামে ডাকা হবে, সুতরাং নিজেদের ভালো নাম রাখো (সুনানে আবু দাউদ, কিতাবুল আদব, /৩৭৮, হাদীস ৪৯৪৮)

    প্রিয় ইসলামী ভাইয়েরা! এই হাদীসে পাক থেকে ঐ লোকেরা শিক্ষা অর্জন করুন, যারা তাদের সন্তানের নাম কোন গায়ক, সিনেমার অভিনেতা বা مَعَاذَ الله অমুসলিমের নামের সাথে মিলিয়ে রাখে, এর চেয়ে নিকৃষ্ট লাঞ্ছনা আর কি হতে পারে যে, মুসলমানের সন্তানকে কাল কিয়ামতের ময়দানে অমুসলিমের নামে ডাকা হবে। আমাদের সমাজে শিশুর নাম নির্বাচনের দায়িত্ব সাধারণত কোন নিকটাত্মীয় যেমন; দাদি, ফুফি, চাচা ইত্যাদিকে অর্পন করা হয় এবং অনেক সময় ইলমে দ্বীন থেকে দুরত্বের কারণে তারা শিশুর এমন নাম রেখে দেয়, যার কোন অর্থই নেই বা অর্থ ভালো হয়না অথবা শরয়ীভাবে সঠিক হয় না, এরূপ নাম রাখা থেকে বিরত থাকা উচিৎ, অনেক সময় এরূপ নামও খোঁজা হয়, যা ঘরে, বংশে বা মহল্লায় দূর দুরান্ত পর্যন্ত যেনো না থাকে, যেই শুনবে যেনো বলে; এই নাম তো প্রথম শুনলাম, খুবই সুন্দর নাম রেখেছেন। এই কথা শুনে নাম প্রদানকারী খুশিতে আত্মহারা