Fazail e Hasnain e Karimain

Book Name:Fazail e Hasnain e Karimain

সন্তানগণ! আল্লাহ পাক চান যে, তোমাদের কাছ থেকে মন্দ বিষয় এবং অশ্লিল জিনিস সমূহ দূরে রাখতে এবং তোমাদেরকে গুনাহের ময়লা আবর্জনা থেকে পবিত্র পরিচ্ছন্ন করতে (তাবারী, ২২তম পারা, আল আহযাব, ৩৩ নং আয়াতের পাদটিকা, ১০/২৯৬)

    সদরুল আফাযিল হযরত আল্লামা মাওলানা সৈয়দ মুফতী নাঈমুদ্দীন মুরাদাবাদী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: এই আয়াতে করীমা আহলে বাইতে কিরামের (رِضْوَانُ اللهِ عَنْہُمْ اَجْمَعِیْن) ফযীলতের ঝর্ণাধারা আর জানা যায় যে, সকল মন্দ চরিত্র মন্দ অবস্থা থেকে তাঁদের নিরাপদ রেখেছেন কিছু কিছু হাদীসে বর্ণিত আছে: আহলে বাইতরা (رِضْوَانُ اللهِ عَنْہُمْ اَجْمَعِیْن) দোযখের আগুনের জন্য হারাম (অর্থাৎ জান্নাতী) এবং এটাই এই পরিশোধনের উপকারীতা আর প্রতিফল যে বিষয় তাঁদের পবিত্র অবস্থার উপযুক্ত না হয় তা থেকে তাঁদের পরওয়াদিগার তাঁদেরকে নিরাপদ রাখে এবং বাঁচায়

(সাওয়ানেহে কারবালা, ৮২ পৃষ্ঠা)

    আমাদেরও পবিত্র আহলে বাইতের (رِضْوَانُ اللهِ عَنْہُمْ اَجْمَعِیْن) প্রতি ভালোবাসা পোষণ করে তাঁদের পদাঙ্ক অনুসরন করে চলার চেষ্টা করা উচিৎ, আল্লাহ পাক তাঁদের সদকায় আমাদেরও গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুক এবং অধিকহারে নেকী করে জান্নাতে সেই ব্যক্তিত্বদের নৈকট্য দান করুক اٰمِين بِجا هِ النَّبِىِّ الْاَمين  صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                     صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

সাপ্তাহিক পুস্তিকা পাঠ করা

    প্রিয় ইসলামী ভাইয়েরা! ইলমে দ্বীন অর্জনের জন্য অধ্যয়ন করা খুবই জরুরী যে, উত্তম ও দ্বীনি জ্ঞান সমৃদ্ধ