Fazail e Hasnain e Karimain

Book Name:Fazail e Hasnain e Karimain

ধারাবাহিকভাবে অধ্যয়ন করুন اِنْ شَآءَ الله এর বরকতে ইলমে দ্বীনের মধ্যে সমৃদ্ধিও হবে আর আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর দোয়াও পাওয়া যাবে

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                     صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

    তিরমিযী শরীফে বর্ণিত রয়েছে: সৈয়্যদুল আউলিয়া, মওলা মুশকিল কোশা, শেরে খোদা হযরত সায়্যিদুনা আলিউল মুরতাদ্বা کَرَّمَ اللهُ وَجْہَہُ الْکَرِیْم বলেন: ইমাম হাসান رَضِیَ اللهُ عَنْہُ এর বুক থেকে মাথা পর্যন্ত প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সাথে অনেক মিল ছিলো আর ইমাম হোসাইন رَضِیَ اللهُ عَنْہُ এর নিচের অবশিষ্টাংশে রাসূলূল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সাথে অনেক মিল ছিলো

    হাকীমুল উম্মত হযরত মুফতী আহমদ ইয়ার খাঁন رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এই হাদীসে পাকের ব্যাখ্যায় বলেন: মনে রাখবেন! হযরত ফাতেমা যাহরা رَضِیَ اللهُ عَنْہَا আপাদমস্তক (মাথা মুবারক থেকে পা মুবারক পর্যন্ত) একেবারে প্রিয় নবী, রাসূলে আরবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর মতোই ছিলেন আর তাঁর শাহজাদাদ্বয় (অর্থাৎ হাসানাঈনে করীমাইন رَضِیَ اللهُ عَنْہُمَا) এর মাঝে এই মিলটি ভাগ করে দেয়া হয়েছিলো, হযরত ইমাম হোসাইন (رَضِیَ اللهُ عَنْہُ) এর হাঁটু থেকে কদম শরীফ পর্যন্ত এবং গোঁড়ালী একেবারে রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর মতোই ছিলো, হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সাথে কুদরতি মিলও আল্লাহ পাকের নেয়ামত, যে তার কোন আমলকে প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সাথে মিলিয়ে দেয়, তবে তার ক্ষমা হয়ে যায়, তবে যাকে আল্লাহ পাক তাঁর মাহবুব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সাথে মিলিয়ে দেন, তার ভালোবাসার অবস্থা কিরূপ হবে (মিরাত, /৪৮০)