Fazail e Hasnain e Karimain

Book Name:Fazail e Hasnain e Karimain

বিপদাপদ গুনাহের কাফফারা এবং উচ্চ মর্যাদা লাভের মাধ্যম হয়ে থাকে

    আল্লাহ পাকের প্রিয় মাহবুব হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: কিয়ামতের দিন রোগাক্রান্ত বিপদগ্রস্থদেরকে সাওয়াব দান করা হবে, তখন সুস্থ লোকেরা আকাঙ্ক্ষা করবে যে, হায়! দুনিয়ায় যদি আমাদের চামড়া কাঁচি দিয়ে কাটা হতো (তিরমিযী, /১৮০, হাদীস ২৪১০)

    হাকীমুল উম্মত হযরত মুফতী আহমদ ইয়ার খাঁন رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এই হাদীসে পাকের বাক্য হায়! দুনিয়ায় যদি আমাদের চামড়া কাঁচি দিয়ে কাটা হতোএর আলোকে বলেন: অর্থাৎ আকাঙ্ক্ষা আশা করবে যে, আমাদের উপরও যদি দুনিয়ায় এরূপ রোগ হতো, যাতে আমরাও সেই সাওয়াব পেতাম, যা অন্যান্য রোগাক্রান্ত বিপদগ্রস্থরা পাচ্ছে

(মিরাত, /৪২৪)

হাসানাঈন করীমাইনের পরস্পরের প্রতি ভালোবাসা

    হযরত আবু হুরাইরা رَضِیَ اللهُ عَنْہُ থেকে বর্ণিত; প্রিয় নবী, রাসূলূল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: কোন মুসলমানের জন্য এই বিষয়টি জায়িয নয় যে, সে তার ভাইয়ের সাথে তিনদিন তিনরাতের বেশি সম্পর্ক ছিন্ন রাখে। তাদের মধ্যে যে কথাবার্তা বলাতে অগ্রগামি হবে, সে জান্নাতের দিকে যাওয়াতেও অগ্রগামি হবে। হযরত আবু হুরাইরা رَضِیَ اللهُ عَنْہُ বলেন: আমার নিকট এই বিষয়টি পৌঁছেছে যে, হাসানাঈন করীমাইনের মাঝে কোন বিষয়ে অসন্তুষ্টি হয়েছে। আমি ইমাম হোসাইন رَضِیَ اللهُ عَنْہُ এর খেদমতে