Fazail e Hasnain e Karimain

Book Name:Fazail e Hasnain e Karimain

ইরশাদ করলেন: আলী মুরতাদ্বা, ফাতেমাতুয যাহরা (رَضِیَ اللهُ عَنْہُمَا) এবং তাঁদের উভয় সন্তান (অর্থাৎ হযরত ইমাম হাসান হোসাইন رَضِیَ اللهُ عَنْہُمَا)

(মুজামু কবীর, বাবুল হা, হাসান বিন আলী বিন আবি তালিব, /৪৭, হাদীস ২৬৪১)

    প্রিয় ইসলামী ভাইয়েরা! জানা গেলো! পবিত্র আহলে বাইতের رِضْوَانُ اللهِ عَنْہُمْ اَجْمَعِیْن প্রতি ভালোবাসা পোষণ করা ওয়াজিব আবশ্যক, প্রত্যেক মুসলমানের নিকট তার জান মাল, সম্মান সম্ভ্রম, পিতামাতা এবং সন্তান থেকেও বেশি প্রিয় আহলে বাইতে কিরাম رِضْوَانُ اللهِ عَنْہُمْ اَجْمَعِیْنহওয়া উচিৎ এই পবিত্র মনিষীদের প্রতি ভালোবাসাই হচ্ছে হুযুরে আকরাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর প্রতি ভালোবাসা এবং হুযুরে আকরাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর ভালোবাসাই হচ্ছে পরিপূর্ণ ঈমানের নিদর্শন

    নবী করীম, রউফুর রহীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: لَا یُؤْمِنُ عَبْدٌحَتّٰی اَکُوْنَ اَحَبَّ اِلَیْہِ مِنْ نَفْسِہٖঅর্থাৎ কোন বান্দা পরিপূর্ণ মুমিন হতে পারবে না, যতক্ষন পর্যন্ত আমাকে নিজের প্রাণ থেকেও প্রিয় মনে করবে না وَذَاتِیْ اَحَبَّ اِلَیْہِ مِنْ ذَاتِہِএবং আমার সত্তা, তার নিজ সত্তা থেকেও বেশি প্রিয় হবে না وَتَکُوْنَ عِتْرتِیْ  اَحَبَّ اِلَیْہِ مِنْ عِتْرَتِہِএবং আমার সন্তান তার সন্তান থেকে বেশি প্রিয় হবে না وَاَهْلِیْ اَحَبَّ اِلَیْہِ مِنْ اَهْلِہِএবং আমার আহলে বাইত (رِضْوَانُ اللهِ عَنْہُمْ اَجْمَعِیْن) তার পরিবার পরিজন থেকে বেশি প্রিয় হবে না

(শুয়াবুল ঈমান, বাবু ফি হুব্বিন্নবী, /১৮৯, হাদীস ১৫০৫)