Fazail e Hasnain e Karimain

Book Name:Fazail e Hasnain e Karimain

    প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: اَفْضَلُ الْعَمَلِ اَلنِّيَّۃُ الصَّادِقَۃُ অর্থাৎ সত্য নিয়্যত সবচেয়ে উত্তম আমল (জামে সগীর, ৮১ পৃষ্ঠা, হাদীস ১২৮৪) হে আশিকানে রাসূল! প্রতিটি কাজের পূর্বে ভালো ভালো নিয়্যত করার অভ্যাস গড়ুন, কেননা ভালো নিয়্যত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয় বয়ান শুনার পূর্বেও ভালো ভালো নিয়্যত করে নিন! যেমন; নিয়্যত করুন!
* ইলম শিখার জন্য সম্পূর্ণ বয়ান শুনবো * আদব সহকারে বসবো * বয়ান চলাকালিন উদাসীনতা থেকে বেঁচে থাকবো * নিজের সংশোধনের জন্য বয়ান শুনবো * যা শুনবো অপরের নিকট পৌঁছানোর চেষ্টা করবো

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                     صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

    اَلْحَمْدُ لِلّٰه মুহাররামুল হারাম শরীফের বরকতময় মাস চলমান, এই মুবারক মাসের সাথে পবিত্র আহলে বাইত رِضْوَانُ اللهِ عَنْہُمْ اَجْمَعِیْن ইমামে আলী মকাম, ইমামে তিষ্ণাকাম হযরত ইমাম হাসান মুজতাবা ইমাম হোসাইন رَضِیَ اللهُ عَنْہُمَا এর একটি বিশেষ সম্পর্ক রয়েছে আসুন! এরই প্রেক্ষিতে হাসানাঈন করীমাইন رَضِیَ اللهُ عَنْہُمَا এর শান মহত্ব সম্পর্কে শুনার সৌভাগ্য অর্জন করি নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এই দুজন শাহজাদাকে খুবই ভালোবাসতেন

    হযরত সায়্যিদুনা আনাস বিন মালিক رَضِیَ اللهُ عَنْہُ বলেন: রাসূলূল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে আরয করা হলো; আহলে বাইতের  رَضِیَ اللهُ عَنْہُمْ মধ্যে আপনার সবচেয়ে বেশি প্রিয় কে? ইরশাদ করলেন: হাসান ও হোসাইন (رَضِیَ اللهُ عَنْہُمَا)প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم হযরত