Narmi Kaesay Paida Karen?

Book Name:Narmi Kaesay Paida Karen?

হাঁটার অবশিষ্ট সুন্নাত আদব

    * পথ চলার সময় বিনা প্রয়োজনে এদিক-সেদিক তাকানো সুন্নাত নয় দৃষ্টিকে নত রেখে গাম্ভীর্যের সহিত চলুন * হাঁটার সময় বা সিঁড়ি দিয়ে ওঠা-নামার সময় জুতার আওয়াজ যেন না হয়, সেদিকে খেয়াল রাখুন * রাস্তায় যদি দুজন মহিলা দাঁড়িয়ে রয়েছে বা হেঁটে যাচ্ছে, তবে তাদের মাঝখান দিয়ে যাবেন না কারণ হাদিস শরীফে এর নিষেধাজ্ঞা এসেছে (আবু দাউদ, কিতাবুল আদব, /৪৭০, হাদিস- ৫২৭৩) * কিছু লোকের অভ্যাস যে, পথ চলতে গিয়ে যেকোনো জিনিস সামনে আসলে, তাতে লাথি মারতে মারতে যাওয়া এটি সম্পূর্ণ অসভ্য আচরণ এতে পা আহত হওয়ার শঙ্কা থাকে তাছাড়া সংবাদপত্র, লেখা সম্বলিত বক্স, প্যাকেট এবং মিনারেল ওয়াটারের খালি বোতল ইত্যাদিতে লাথি মারা বেয়াদবীও বটে

صَلُّوْا عَلَی الْحَبِیْب!         صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

আয়না দেখার সময়কার দোয়া

দাওয়াতে ইসলামীর সাপ্তাহিক সুন্নাতে ভরা ইজতিমার শিডিউল অনুযায়ী "আয়না দেখার সময়কার দোয়া" মুখস্ত করানো হবে

দোয়াটি হলো: اَللّٰهُمَّ اَنْتَ حَسَّنْتَ خَلْقِیْ فَحَسِّنْ خُلُقِی

অর্থ: "হে আল্লাহ! তুমি আমার চেহারা সুন্দর করেছো, আমার চরিত্রও সুন্দর করে দাও" (মাদানী পাঞ্জেসূরা, পৃ. ২০৬)

صَلُّوْا عَلَی الْحَبِیْب!         صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

সম্মিলিতভাবে পর্যবেক্ষণের পদ্ধতি

            প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: (আখিরাতের বিষয়ে) এক মুহূর্তের জন্য চিন্তা ভাবনা করা ৬০ বছরের (নফল) ইবাদত থেকে উত্তম (জামিউস সগীর লিস সুয়ুতী, পৃষ্ঠা- ৩৬৫, হাদীস নং-৫৮৯৭)