Book Name:Islam Mukamal Zabita e Hayat Hai
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
সাপ্তাহিক ইজতিমার হালকার শিডিউল ২৩ অক্টোবর ২০২৫ইং
(১) সুন্নাত ও আদব শেখা: ৫ মিনিট, (২) দোয়া শেখা: ৫ মিনিট,
(৩) পর্যালোচনা: ৫ মিনিট। মোট সময়কাল- ১৫ মিনিট।
হালাল রোজগারের অবশিষ্ট মাদানী ফুল
যদি নির্দিষ্ট মেয়াদের জন্য, যেমন বারো মাসের জন্য চাকরীর চুক্তি হয়, তাহলে এখন উভয় পক্ষের সম্মতি ছাড়া চুক্তি বাতিল করা যাবে না। মালিকের অযথা হুমকি দেওয়া যে, “বরখাস্ত করে দেব” বা কর্মচারীর ছেড়ে যাওয়ার হুমকি দেওয়া ঠিক নয়।।তবে, শরীয়তসম্মত অপারগতা থাকলে উভয় পক্ষের যে কেউ নির্দিষ্ট সময়ের আগেই চুক্তি বাতিল করতে পারে। (প্রাগুক্ত, পৃ. ১২) * মুসলমানের জন্য অমুসলিমের কাছে এমন চাকরী করা জায়িয নয়, যেখানে মুসলমানের অপমান হয়, যেমন তার ঘরের পরিচ্ছন্নতা করা, ময়লা তোলা, গাড়ি পরিষ্কার করা ইত্যাদি। তবে যে কাজে মুসলমানের অপমান হয় না, তা সে করতে পারে। (প্রাগুক্ত, পৃ. ১৩)* কর্মচারী তার অফিসের কলম, কাগজ এবং অন্যান্য জিনিস নিজের ব্যক্তিগত কাজে ব্যবহার করা থেকে বিরত থাকবেন। (প্রাগুক্ত, পৃ. ১৪)
* চৌকিদার, গার্ড বা পুলিশ ইত্যাদি যাদের কাজ জেগে পাহারা দেওয়া হয়, যদি ডিউটির সময় ইচ্ছাকৃতভাবে ঘুমিয়ে পড়েন, তাহলে তারা গুনাহগার হবেন এবং যত সময় ঘুমিয়েছেন বা গাফেল ছিলেন, তত সময়ের মজুরি কেটে নিতে হবে। (প্রাগুক্ত, পৃ. ১৯)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد