Book Name:Ibadat Ke Faide
اَلْـحَـمْـدُ لِلّٰهِ رَبِّ الْـعٰـلَـمِـیْـنَ وَالـصَّـلٰوۃُ وَالسَّـلَامُ عَـلٰی خَـاتَـمِ الـنَّـبِـيّٖـنَط
اَمَّا بَعْدُ فَاَعُوْذُ بِا للهِ مِنَ الشَّیْطٰنِ الرَّجِیْمِ ط بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِط
اَلصَّلٰوۃُ وَالسَّلَامُ عَلَیْكَ یَارَسُوْلَ الله وَعَلٰی اٰلِكَ وَاَصْحٰبِكَ یَا حَبِیْبَ الله
اَلصَّلٰوۃُ وَالسَّلَامُ عَلَیْكَ یَا نَبِیَّ الله وَعَلٰی اٰلِكَ وَاَصْحٰبِكَ یَانُوْرَ الله
نَوَیْتُ سُنَّتَ الْاِعْتِکَاف
(আমি সুন্নাত ইতিকাফের নিয়ত করলাম)
দুরুদ শরীফের ফযীলত
সর্বশেষ নবী, রাসূলে হাশেমী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: যে ব্যক্তি কিতাবে আমার উপর দরূদে পাক লিপিবদ্ধ করবে, যতক্ষণ পর্যন্ত আমার নাম তাতে লিপিবদ্ধ থাকবে, ফেরেশতারা তার জন্য ইস্তিগফার (অর্থাৎ ক্ষমা প্রার্থনা) করতে থাকবে। (মুজামে আওসাত, পৃ:১৪১,১৪২)
আজব করম কে খুদ মুজরিমো কে হামি
গুনাহগারোঁ কী বখশিশ করানে আয়েঁ হ্যাঁয়
ওহ পরচা জিস মেঁ লিখা থা দরূদ উসনে কভী
ইয়ে উস সে নেকিয়াঁ উস কী বাড়ানে আয়েঁ হ্যাঁয়
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
یٰۤاَیُّہَا النَّاسُ اعْبُدُوْا
رَبَّکُمُ الَّذِیْ خَلَقَکُمْ وَ الَّذِیْنَ مِنْ قَبْلِکُمْ
لَعَلَّکُمْ
تَتَّقُوْنَ (ۙ۲۱)
(পারা ১, বাকারা: ২১)
صَدَقَ اللهُ الْعَظِيمِ وَ صَدَقَ رَسُولُهُ النَّبِيُّ الْكَرِيمِ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم
প্রিয় ইসলামী ভাইয়েরা! এইমাত্র আমরা যে আয়াতে কারীমা শোনার সৌভাগ্য অর্জন করলাম, এটি পারা: ১, সূরা বাকারার ২১ নম্বর আয়াত। এর পূর্বে সূরা বাকারার যে ২০টি আয়াত রয়েছে, সেগুলোতে মানুষের ৩টি প্রকার বর্ণনা করা হয়েছে: (১) মুত্তাকী; এদের সম্পর্কে আল্লাহ পাক ইরশাদ করেছেন যে, এরা সেই সৌভাগ্যবান ব্যক্তি যারা আল্লাহ পাকের পক্ষ থেকে সুদৃঢ় হিদায়াতের উপর প্রতিষ্ঠিত এবং সফলকাম। (২) কাফির; এদের সম্পর্কে ইরশাদ করেছেন যে, এরা অত্যন্ত দুর্ভাগা, কারণ এদের অন্তর ও কানের