Ibadat Ke Faide

Book Name:Ibadat Ke Faide

মাদানী কায়দা (Madani Qaida) মোবাইল অ্যাপ্লিকেশন

প্রিয় ইসলামী ভাইয়েরা! কুরআন কারীমের ফায়যান ব্যাপক করার জন্য দাওয়াতে ইসলামীর I.T. ডিপার্টমেন্ট একটি মোবাইল অ্যাপ্লিকেশন চালু করেছে, যার নাম: মাদানী কায়দা (Madani Qaida)এই অ্যাপ্লিকেশনে সম্পূর্ণ মাদানী কায়দা এবং এর অডিও (Audio) অন্তর্ভুক্ত করা হয়েছে অর্থাৎ, এই অ্যাপ্লিকেশনে আপনি মাদানী কায়দার যে হরফ বা যে শব্দের উপর ক্লিক (Click) করবেন, অডিওতে (Audio) তার উচ্চারণ চলবে এভাবে এই অ্যাপ্লিকেশনের সাহায্যে সহজে মাদানী কায়দা পড়ে, এর অনুশীলন (Practice) করে সঠিক মাখরাজ প্রয়োজনীয় তাজবীদ শেখা যেতে পারে এই অ্যাপ্লিকেশনটি আপনার স্মার্টফোনে ইনস্টল করে নিন, নিজেও উপকৃত হোন এবং অন্যদেরও উৎসাহিত করুন

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

বয়ানের সমাপ্তির দিকে এসে আসুন! একটি শরয়ী মাসআলা শুনি:

সঠিক কোনটি?

(সঠিক শরয়ী মাসআলা এবং জনগণের মধ্যে প্রচলিত ভুলের প্রতি দৃষ্টি আকর্ষণ)

মাসআলা: নিজের আকীকা না হয়ে থাকলেও, নিজের সন্তানদের আকীকা করা যাবে

ব্যাখ্যা: জনগণের মধ্যে প্রচলিত আছে যে, যার নিজের আকীকা হয়নি, সে নিজের সন্তানদেরও আকীকা করতে পারবে না এটা ভুল, এর কোনো ভিত্তি নেই শরীয়তের হুকুম হলো, আকীকা করা মুস্তাহাব (অর্থাৎ সওয়াবের কাজ) সন্তান পিতামাতার জন্য নিয়ামত, আকীকা এই নিয়ামতের শোকরানা এজন্য যার সন্তান হয়, যদি সম্ভব হয়, তবে তাদের আকীকা অবশ্যই করা উচিত একইভাবে যারা বড় হয়ে গেছে এবং শৈশবে তাদের আকীকা হয়নি, তারা চাইলে নিজের আকীকা নিজেও করতে পারে

আসমাউল হুসনার বরকত (ওয়াযীফা)

یَا عَدْلُ