Ibadat Ke Faide

Book Name:Ibadat Ke Faide

মহিলা ছিলেন তিনি ৫০ বছর এমনভাবে কাটিয়েছেন যে, না বিছানায় শুয়ে আরাম করেছেন, না বালিশে মাথা রেখেছেন তাঁর খাদেমা হযরত আবদাহ বিনতে শাওয়াল رَحْمَۃُ اللهِ عَلَیْہَا বলেন: হযরত রাবেয়া رَحْمَۃُ اللهِ عَلَیْہَا সারারাত নামাযে মশগুল থাকতেন, ফজরের আগে জায়নামাযেই শুয়ে পড়তেন, তারপর কিছুক্ষণ পরেই ঘাবড়ে উঠে যেতেন এবং নিজেকে বলতেন: হে নফস, তুই এই নশ্বর দুনিয়ায় কতক্ষণ ঘুমিয়ে থাকবি? দুনিয়া তো সংকীর্ণতার ঘর, তাহলে এখানে এত ঘুম কেন? আজ কিছুক্ষণ জেগে নে, নেকী অর্জন করে নে, কবরে মিষ্টি ঘুম ঘুমাস, সেখানে কিয়ামত পর্যন্ত কেউ জাগাবে না, আমল এখানে করে নে, আরাম সেখানে করিস তারপর উঠে ইবাদতে মশগুল হয়ে যেতেন, তিনি رَحْمَۃُ اللهِ عَلَیْہَا সারা জীবন এভাবেই কাটিয়েছেন

(উয়ুনুল হিকায়েত, পৃ:১০৩)

জাগনা হ্যায় জাগ লে আফলাক কে সায়ে তলে

হাশর তক সোতা রহেগা খাক কে সায়ে তলে

অর্থ: জাগতে হলে জেগে নাও আকাশের ছায়াতলে

হাশর পর্যন্ত ঘুমিয়ে থাকবে মাটির ছায়াতলে

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

পৃথিবীতে আগমনের উদ্দেশ্য ইবাদত:

হ! আমরা এমন যে, সব কাজের জন্য সময় বের করে নিই। টাকা উপার্জন করতে হলে সময়ের অভাব নেই। * ভ্রমণ ও বিনোদন এর জন্য যেতে হলে সময়ের অভাব নেই। * মোবাইল ও সোশ্যাল মিডিয়ার জন্য আমরা সবসময় উপলব্ধ। * কোনো জাদুকর আসলে তার চারপাশে ভিড় জমানোরও সময় আছে। * খেলার জন্যও সময় আছে। * রাস্তায় বড় বড় এলসিডি (L.C.D) লাগিয়ে গভীর রাত পর্যন্ত ম্যাচ ইত্যাদি দেখা এবং হট্টগোল করারও সময় পাওয়া যায়। হ্যাঁ! আমাদের সময় নেই তো শুধু ইবাদতের জন্য। * আমাদের সময় নেই তো ইশরাক ও চাশতের জন্য। * সময় নেই তো আওয়াবীনের নফলের জন্য। * সময় নেই তো নেক মাহফিলে অংশগ্রহণের জন্য। * মাদানী কাফেলায় সফরের সময় নেই। * নেকীর দাওয়াত দেওয়ার সময় নেই। * ইলম