Ibadat Ke Faide

Book Name:Ibadat Ke Faide

শেখার সময় নেই * যদি সময় না থাকে তো কবর আখিরাতের প্রস্তুতির সময় নেই * এছাড়া দুনিয়াবী কাজের জন্য আমরা সময় বের করেই নিই

হায়! যদি আমাদের আখিরাতের চিন্তা নসীব হতো! হায়! যদি আমরা আমাদের আকা মওলা, মুহাম্মাদে মুস্তাফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে আমলীভাবে নিজেদের আইডিয়াল (Ideal) বানাতে এবং তাঁর সীরাতে পাককে জীবনে বাস্তবায়ন করতে সফল হতাম! হায়! ইবাদতের তাওফীক যদি পেতাম!

ইবাদত মেঁ গুযরে মিরী যিন্দেগানী

করম হো করম ইয়া খোদা ইয়া ইলাহী

আমাদের জীবনের উদ্দেশ্য

পারা ২৭, সূরা যারিয়াতের ৫৬নং আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন:

وَ مَا خَلَقْتُ الْجِنَّ وَ الْاِنْسَ  اِلَّا لِیَعْبُدُوْنِ (۵۶)

(পারা ২৭, সূরা যারিয়াত: ৫৬)

কানযুল ঈমানের অনুবাদ: আর আমি জ্বিন মানুষকে শুধুমাত্র আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি

এই আয়াত থেকে জানা গেল যে, আমরা এই দুনিয়াতে আল্লাহ পাকের ইবাদতের জন্যই এসেছি সুতরাং আমাদের উচিত, আমরা যেন ইবাদতকে সবকিছুর চেয়ে বেশি গুরুত্ব দিই বাকি কিছু ছুটে গেলে যাক, ইবাদতে যেন অলসতা কখনোই না আসে হযরত সুফিয়ান বিন উয়ায়না رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: হযরত কায়েস বিন মুসলিম رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর অভ্যাস ছিল যে, তিনি সারারাত নামায পড়তে থাকতেন, সাহরীর সময় বসে যেতেন এবং আল্লাহ পাকের দরবারে আহাজারি করতেন (অর্থাৎ অশ্রু বিসর্জন করতে করতে) বলতেন: এই সেই কাজ, যার জন্য আমাদের সৃষ্টি করা হয়েছে আল্লাহ না করুক, যদি আমাদের পরিসমাপ্তি কল্যাণের সাথে না হয়, তাহলে আমরা ধ্বংস হয়ে যাব (সাফওয়াতুস সাফওয়া, খণ্ড: , পৃ: ৮৪)

গর তু নারায হুয়া মিরী হলাকত হোগী

হায়ে! ম্যায় নারে জাহান্নাম মেঁ জালুংগা ইয়া রব!

আফওয়া কর আওর সাদা কে লিয়ে রাযী হো যা

গর করম কর দে তু জান্নাত মেঁ রাহুংগা ইয়া রব!

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد