Ibadat Ke Faide

Book Name:Ibadat Ke Faide

আয়াতে রুকু করলেন না, বরং সামনে পড়তে থাকলেন এখন আমি ভাবলাম যে, ২০০ আয়াতে রুকু করবেন, কিন্তু তিনি صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ২০০ আয়াতেও রুকু করলেন না এখন আমার মনে হলো যে, হুযুরে আকরাম, নূরে মুজাসসাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم পুরো সূরা বাকারা (অর্থাৎ প্রায় আড়াই পারা) সম্পন্ন করে রুকু করবেন সুতরাং সূরা বাকারা সম্পন্ন হলো, কিন্তু তিনি صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তখনও রুকু করলেন না, বরং সূরা আলে ইমরান শুরু করলেন এখন আমি ভাবছিলাম যে, হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সূরা আলে ইমরান সম্পূর্ণ তিলাওয়াত করে রুকু করবেন (কিন্তু আমার ধারণা এবারও সঠিক হলো না) জানে আলম, নূরে মুজাসসাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সূরা আলে ইমরান সম্পন্ন করলেন (অর্থাৎ পৌনে চার পারা তিলাওয়াত করলেন), কিন্তু রুকু করলেন না, বরং সূরা নিসা শুরু করলেন

হযরত হুযাইফা رَضِیَ اللهُ عَنْہُ বলেন: আমি ভাবলাম সম্ভবত হুযুরصَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সূরা নিসা সম্পন্ন করে রুকু করবেন, এবারও আমার ধারণা সঠিক ছিল না জানে কায়েনাত, ফখরে মওজুদাত  صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সূরা নিসা সম্পন্ন করলেন, (অর্থাৎ সোয়া পাঁচ পারা পূর্ণ হয়ে গেল) এখন তিনি صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সূরা মায়িদা শুরু করলেন এবং সূরা মায়িদা সম্পূর্ণ তিলাওয়াত করার পর (অর্থাৎ প্রায় সোয়া ছয় পারা পড়ে) রুকু করলেন আমি শুনলাম: তিনি صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم রুকুতে سُبْحَانَ رَبِّیَ الْعَظِیْم পড়ছিলেন, তারপর (দ্বিতীয় রাকাতে) তিনি صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সূরা আনআম শুরু করলেন (সুবুলুল হুদা, খণ্ড, , পৃ: ২৭৮)

ে আশিকানে রাসূল! দেখলেন আপনারা! ক্ষমাপ্রাপ্ত আকা, উম্মতকে ক্ষমাপ্রার্থী করানোর আকা, দু'জাহানের দাতা, নূরে খোদা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কত অধিক পরিমাণে এবং কেমন নিয়মানুবর্তিতার সাথে ইবাদত করতেন! তারপর এখানে এটাও লক্ষ্য করুন যে, প্রিয় আকা, মক্কী মাদানী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর ব্যস্ততা কত ছিল? * আমাদের উপর সাধারণত একটি ঘরের দায়িত্ব থাকে, একটি ঘরের কয়েকজন সদস্যের দেখাশোনা করতে হয়, কিন্তু আমাদের আকা, দু'জাহানের দাতাصَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সমগ্র কায়েনাতের নবী, নবুয়তের দায়িত্বও পালন করতেন * সাহাবায়ে কেরাম عَلَیْہِمُ الرِّضْوَان কে দ্বীনের ইলমও