Book Name:Ibadat Ke Faide
কানযুল ঈমানের অনুবাদ: তোমাদের রবের।
আমাদের রব কে?
الَّذِي خَلَقَكُمْ وَالَّذِينَ مِنْ قَبْلِكُمْ
কানযুল ঈমানের অনুবাদ: যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তী লোকদেরকে সৃষ্টি করেছেন।
এই বাক্যটি আল্লাহ পাকের ইবাদতের যোগ্য হওয়ার প্রমাণ। অর্থাৎ আল্লাহ পাকই তিনি, যিনি তোমাদের উপর অসংখ্য নিয়ামত দান করেছেন। তোমরা এখনো দুনিয়াতে আসোনি, তার বহু শতাব্দী পূর্বেই তোমাদের উপর নিয়ামতের ধারা শুরু হয়ে গিয়েছিল।
একটু চিন্তা করুন! যদি আল্লাহ পাক হযরত আদম عَلَیْہِ السَّلَام কে সৃষ্টি না করতেন, তাহলে কি আমরা দুনিয়াতে আসতাম? না। আচ্ছা! আদম عَلَیْہِ السَّلَام কে সৃষ্টি করলেন, তাঁর যদি সন্তানই না হতো, তাহলে কি আমরা দুনিয়াতে আসতাম? না। আচ্ছা! সন্তানও হলো, কিন্তু তাঁর সন্তানদের থেকে পরবর্তীতে হাজার হাজার, কোটি কোটি, বিলিয়ন বিলিয়ন মানুষের ধারা যদি না চলত, তাহলে কি আমরা দুনিয়াতে আসতাম? না। আচ্ছা! এই মানুষের ধারাও চলল, যদি আমাদের পিতামাতা বন্ধ্যা হতেন, তাহলে কি আমরা দুনিয়াতে থাকতাম? না। আচ্ছা! আমরা জন্মগ্রহণও করলাম, কত শিশু আছে যারা জন্মগ্রহণের সাথে সাথেই মারা যায়, জন্মগতভাবে পাগল হয়, অনেকে এমনও আছে যাদের জন্মের পরেই আই.সি.ইউ.-তে রাখতে হয়, আল্লাহ পাক না করুক, যদি এমন হয়ে যেত, তাহলে কি আজ আমি ডাক্তার, ইঞ্জিনিয়ার, অফিসার এবং আরও কত কী হতে পারতাম? পারতাম না। আরও চিন্তা করুন! আমাদের বাপ-দাদারাও জন্মগ্রহণ করেছেন, আমরাও দুনিয়াতে এসেছি, কিন্তু যদি এখানে জীবন ধারণের উপকরণই না থাকত, তাহলে...? মহাবিশ্বে কত গ্রহ আছে, যেমন বৃহস্পতি, মঙ্গল, শনি ইত্যাদি, বিজ্ঞানীদের মতে যেখানে যাওয়ার চেষ্টা করা হচ্ছে, কিন্তু সেখানে জীবন ধারণের উপকরণ নেই, অক্সিজেন, বায়ু, পানি ইত্যাদি হাজারো ধরনের প্রয়োজনীয় জিনিস সেখানে নেই, তাই আমরা সেখানে যেতে পারি না, গেলেও বেঁচে থাকতে পারব না। যদি এই পৃথিবীও