Janwaron Par Reham Kijiye

Book Name:Janwaron Par Reham Kijiye

গেল এবং দৌড়াতে দৌড়াতে রাহমাতুল্লিল আলামীন, শফীউল উম্মত صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم-এর পবিত্র দরবারে উপস্থিত হলো কসাইও (Butcher) পিছু পিছু পৌঁছে গেল সে বকরীটিকে পা ধরে টেনে নিয়ে যেতে লাগল তখন রাহমাতুল্লিল আলামীন, সরওয়ারে কওন মাকান صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم প্রথমে বকরীটিকে বললেন: اِصْبِرِیْ لِاَمْرِ اَللهِ অর্থাৎ, আল্লাহ পাকের হুকুমের উপর ধৈর্য ধারণ করো! অতঃপর রহমতের শান দেখিয়ে কসাইকে বললেন: وَ اَنْتَ يَا جَزَّارُ فَسُقْهَا اِلَى الْمَوْتِ سَوْقًا رَفِيقًا অর্থাৎ, হে কসাই! একে মৃত্যুর দিকে কোমলতার সাথে নিয়ে যাও!

(মুসান্নাফে আব্দুর রাজ্জাক, খণ্ড: , পৃ: ৩৭৭, হাদীস: ৭৬৪০)

سُبْحٰنَ الله! এই হলো রাহমাতুল্লিল আলামীন, নূরে মুজাসসাম
صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم-এর পরিপূর্ণ রহমত...! যে বকরী রহমতের দরবারে এসেছিল, তাকে আল্লাহ পাকের হুকুমের উপর ধৈর্য ধারণ করার উপদেশও দিলেন এবং একই সাথে রহমতের শানও দেখালেন যে, কসাইকে নির্দেশ দিলেন: তুমি একে আল্লাহ পাকের হুকুম অনুমতিতে মৃত্যুর দিকে তো নিয়ে যাচ্ছ! এই অবস্থাতেও কোমলতা কল্যাণের সাথে আচরণ করো! এর সাথে উত্তম ব্যবহার করো!

একটি মিরাসে মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم:

উলামায়ে কেরাম বলেন: আমরা রাহমাতুল্লিল আলামীন صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم-এর উম্মত আর উম্মতের অধিকার হলো সে যেন তার নবীর জীবনীর পদাঙ্ক অনুসরণ করার চেষ্টা করে, তার নবীর নীতি গ্রহণ করে, তার নবীর চরিত্রকে নিজের আদর্শ (Ideal) বানায়, তার নবী عَلَیْہِ السَّلَام-এর রঙে রঙ্গিন হওয়ার চেষ্টা করে একারণেই আল্লাহ পাক আমাদেরকেও প্রতিটি বিষয়ে অনুগ্রহ কল্যাণের নির্দেশ দিয়েছেন, কারণ আমরা রাহমাতুল্লিল আলামীন صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم-এর উম্মত আমাদের জন্য শোভনীয় নয় যে, আমরা কাউকে কষ্ট দিই, কাউকে দুঃখ দিই, কাউকে অন্যায়ভাবে যন্ত্রণা দিই ইমাম শা'রানী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: রাসূলুল্লাহ, আহমাদে মুজতবা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم-এর পক্ষ থেকে আমাদের কাছ থেকে এই অঙ্গীকার নেওয়া হয়েছে যে, আমরা আল্লাহর সকল সৃষ্টির প্রতি শরীয়তের গণ্ডির মধ্যে থেকে সহানুভূতি দেখাব

(লাওয়াকিহুল আনওয়ারুল কুদসিয়াহ, খণ্ড:, পৃ: ৫৭২)