Janwaron Par Reham Kijiye

Book Name:Janwaron Par Reham Kijiye

    সহনশীল দয়ালু আল্লাহ পাক ব্যতিত ইবাদতের উপযোগী কেউ নেইআল্লাহ পাক পবিত্র, যিনি সপ্ত আসমান আরশে আযীমের মালিক প্রতিপালক

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

 

 

 

 

সাপ্তাহিক ইজতিমার হালকার শিডিউল ০৫ জুন ২০২৪ইং

() সুন্নাত আদব শেখা: মিনিট, () দোয়া শেখা: মিনিট,
(
) পর্যালোচনা: মিনিট মোট সময়কাল- ১৫ মিনিট

 

কুরবানির অবশিষ্ট সুন্নাত ও আদব

    * যার পক্ষে সম্ভব, তার জন্য আবশ্যক যে, পশুকে অকারণে কষ্ট দেওয়া ব্যক্তিকে বাধা দেবে যদি সামর্থ্য থাকা সত্ত্বেও বাধা না দেয়, তাহলে সে নিজেও গুনাহগার এবং জাহান্নামের হকদার হবে মাকতাবাতুল মদীনার কিতাব "বাহারে শরীয়ত" খণ্ড , পৃষ্ঠা ৬৬০-তে আছে: পশুর উপর জুলুম করা যিম্মী কাফেরের উপর (বর্তমানে দুনিয়ায় সকল কাফের হারবী) জুলুম করার চেয়েও খারাপ এবং যিম্মীর উপর জুলুম করা মুসলমানের উপর জুলুম করার চেয়েও খারাপ, কারণ পশুর কোনো নির্দিষ্ট সাহায্যকারী আল্লাহ পাক ছাড়া আর কেউ নেই, এই অসহায় পশুকে এই জুলুম থেকে কে বাঁচাবে? (দুররুল মুখতার ওয়া রদ্দুল মুহতার, /৬৬২) * কুরবানী করার কয়েক ঘণ্টা আগে পশুকে ক্ষুধার্থ তৃষ্ণার্ত রাখা হয়, যা তাদের জন্য চরম কষ্টের কারণ হযরত আল্লামা মুফতী আমজাদ আলী 'জমী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: কুরবানীর আগে তাকে ঘাস-পানি দিয়ে দিন, অর্থাৎ ক্ষুধার্থ-তৃষ্ণার্ত অবস্থায় যবেহ করবেন না এবং এক পশুর সামনে অন্য পশু যবেহ করবেন না আর আগে থেকে ছুরি ধারালো করে নিন, এমন যেন না হয় যে পশু ফেলার পর তার সামনে ছুরি ধার করা হচ্ছে (বাহারে শরীয়ত, /৩৫২) ٭কুরবানী সংক্রান্ত আরও তথ্য জানার জন্য শায়খে তরীকত, আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ-এর রিসালা ঘোড়ার আরোহী পড়ুন