Janwaron Par Reham Kijiye

Book Name:Janwaron Par Reham Kijiye

আল্লাহর যিকিরের কোনো অন্তিম সময় নেই:

উলামায়ে কেরাম বলেন: হজ্জ কুরবানী সম্পন্ন হওয়ার পরের যে দিনগুলো রয়েছে, সেগুলোতে আল্লাহ পাক বিশেষভাবে আল্লাহর যিকিরের নির্দেশ দিয়েছেন এর থেকে এই মাদানী ফুল শেখার সুযোগ মেলে যে, প্রত্যেক ইবাদতের একটি নির্দিষ্ট সময় (Time Period) আছে যেমন, নামায তাকবীরে তাহরীমা থেকে শুরু হয়, সালামের মাধ্যমে শেষ হয় রোযা সাহারী থেকে শুরু হয়, ইফতারের মাধ্যমে শেষ হয় একইভাবে হজ্জেরও নির্দিষ্ট দিন রয়েছে মোটকথা, প্রত্যেক ইবাদতের একটি নির্দিষ্ট সময় আছে, কিন্তু যিকির এমন একটি ইবাদত যার কোনো নির্দিষ্ট সময় নেই এটি সারাজীবনের ইবাদত অর্থাৎ, বান্দা একথা বলতে পারে যে, আমি নামায পড়ে নিয়েছি, কিন্তু একথা বলতে পারে না যে, আমি আল্লাহর যিকির থেকে অবসর হয়েছি যিকির সারাজীবনের ইবাদত, এর অন্তিম সময় মৃত্যুই সুতরাং আমাদের উচিত, আমরা যেন সর্বদা আমাদের জিহ্বাকে আল্লাহর যিকিরে সিক্ত রাখি, বিশেষ করে আইয়ামে তাশরীকে তো অধিক পরিমাণে যিকির করা উচিত, কেননা এই দিনগুলোতে বিশেষভাবে আল্লাহর যিকিরের নির্দেশ দেওয়া হয়েছে আল্লাহ পাক আমাদের সকলকে অধিক পরিমাণে যিকিরের তাওফীক দান করুন

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                     صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

দোয়া কবুলের দিনসমূহ:

হযরত আবু মূসা আশআরী رَضِیَ اللهُ عَنْہُ সাহাবীয়ে রাসূল তিনি ১০ই যিলহজ খুতবা দেওয়ার সময় বলেছিলেন: গণনাকৃত দিনগুলো (অর্থাৎ আইয়ামে তাশরীক), যে দিনগুলোতে আল্লাহ পাক আল্লাহর যিকিরের নির্দেশ দিয়েছেন, এগুলো এমন মুবারক দিন যে, এগুলোতে দোয়া প্রত্যাখ্যান (Reject) করা হয় না সুতরাং এই দিনগুলোতে আল্লাহর প্রতি নিজেদের আকর্ষণ আরও বাড়িয়ে দাও (লাতায়িফুল মাআরিফ, পৃ: ৩৮৮)

سُبْحٰنَ الله! প্রিয় ইসলামী ভাইয়েরা! আইয়ামে তাশরীক দোয়া কবুলের দিন। এই দিনগুলোতে প্রচুর দোয়া করুন, আল্লাহ পাকের কাছে ক্ষমা চান, জান্নাত চান, সমস্যা (Problems) থেকে মুক্তি চান, মদীনার বারবার আদব সহকারে উপস্থিতি চান, মদীনায়