Janwaron Par Reham Kijiye

Book Name:Janwaron Par Reham Kijiye

اٰمین بِجاہِ خاتَمِْالنَّبِیّٖن صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                     صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

আমীরে আহলে সুন্নাতের সম্মানিত পিতার স্মৃতিচারণ:

প্রিয় ইসলামী ভাইয়েরা! ১৪ই যিলহজ্জাতুল হারাম তারিখে বর্তমান যুগের মহান ইলমী রূহানী ব্যক্তিত্ব, শায়খে তরীকত, আমীরে আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী, রযভী, যিয়ায়ী دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ-এর সম্মানিত পিতার ওফাত দিবস (ইয়াওমে আবু আত্তার) পালিত হয় আসুন! বয়ানের শেষে বরকত লাভের জন্য আমীরে আহলে সুন্নাতের সম্মানিত পিতার কিছু স্মৃতিচারণ শুনি:

আবু আত্তার رَحْمَۃُ اللهِ عَلَیْہِ-এর সংক্ষিপ্ত পরিচিতি:

আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ-এর সম্মানিত পিতা হাজী আব্দুর রহমান رَحْمَۃُ اللهِ عَلَیْہِ শরীয়ত সুন্নতের অনুসারী, মুত্তাকী পরহেযগার ব্যক্তিত্ব ছিলেন প্রায়শই দৃষ্টি নিচু করে চলতেন তাঁর অনেক হাদীস মুখস্থ ছিল দুনিয়াবী মাল-সম্পদ জমা করার লোভ ছিল না তিনি সিলসিলায়ে আলিয়া কাদেরীয়াতে বায়আত ছিলেন

(তাআরুফে আমীরে আহলে সুন্নত, পৃ: ১১)

কাসীদায়ে গাউসিয়ার বরকত:

হাজী আব্দুর রহমান رَحْمَۃُ اللهِ عَلَیْہِ দীর্ঘদিন কলম্বো (শ্রীলঙ্কা)-তে অবস্থান করেছিলেন সেখানকার একটি চমৎকার হানাফী মেমন মসজিদের ব্যবস্থাপনা তিনিই দেখাশোনা করতেন ১৯৭৯ সালে যখন শায়খে তরীকত, আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ কলম্বো (Colombo) গিয়েছিলেন, তখন সেখানকার লোকদেরকে পিতার  প্রতি অত্যন্ত প্রভাবিত দেখতে পান (তাআরুফে আমীরে আহলে সুন্নত, পৃ: ১১)

হজ্জ যাত্রাকালে ইন্তেকাল:

আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ যখন ছোট ছিলেন, তখনই তাঁর সম্মানিত পিতা ১৩৭০ হিজরীতে হজ্জ যাত্রায় রওয়ানা হন হজ্জের দিনগুলোতে মিনায় প্রচণ্ড গরম বাতাস প্রবাহিত হয়, যার কারণে অনেক হাজী সাহেবান ইন্তেকাল করেন তাঁদের মধ্যে হাজী আব্দুর রহমান رَحْمَۃُ اللهِ عَلَیْہِ - ছিলেন, যিনি কিছুদিন অসুস্থ থাকার পর ১৪ই যিলহজ্জাতুল হারাম ১৩৭০ হিজরীতে এই দুনিয়া থেকে বিদায় নেন اِنَّا لِلّٰہِ واِنّا اِلَیْہِ رَاجِعُوْن