Book Name:Janwaron Par Reham Kijiye
প্রিয় ইসলামী ভাইয়েরা! হাজী আব্দুর রহমান رَحْمَۃُ اللهِ عَلَیْہِ কতই না ভাগ্যবান ছিলেন যে, তিনি হজ্জ যাত্রায় মৃত্যুবরণ করার সৌভাগ্য লাভ করেছিলেন। হাদীস শরীফে আছে: যে হজ্জের জন্য বের হলো এবং মৃত্যুবরণ করলো, কিয়ামত পর্যন্ত তার জন্য হজ্জের সওয়াব লেখা হবে। (মুজামে আওসাত, খণ্ড: ৪, পৃ: ৯৩, হাদীস: ৫৩২১) অন্য একটি হাদীস শরীফে আছে: যে এই পথে (অর্থাৎ হজ্জ বা উমরার জন্য) বের হলো এবং মৃত্যুবরণ করলো, তার পেশী (হিসাব-নিকাশ) হবে না এবং হিসাবও হবে না, তাকে বলা হবে: তুমি জান্নাতে প্রবেশ করো! (মুসনাদে আবি ইয়ালা, খণ্ড: ৪, পৃ:৪১, হাদীস: ৪৬০৭)
আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ-এর বড় বোন (মরহুমা) বলেন: আব্বাজান رَحْمَۃُ اللهِ عَلَیْہِ-এর ইন্তেকালের পর আমি একবার এই ঈমান উদ্দীপক স্বপ্ন দেখেছিলাম যে, আব্বাজান رَحْمَۃُ اللهِ عَلَیْہِ একজন অত্যন্ত নূরানী চেহারার বুযুর্গের সাথে তাশরীফ এনেছেন। আমার হাত ধরে বলতে লাগলেন: বেটি! তুমি কি ইনাকে চেনো? ইনি আমাদের মাদানী আকা, মক্কী মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم। অতঃপর রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আমার প্রতি অত্যন্ত স্নেহ প্রদর্শন করে বললেন যে, তুমি খুবই ভাগ্যবান।
(তাআরুফে আমীরে আহলে সুন্নত, পৃ: ১২)
আল্লাহ পাকের রহমত হাজী আব্দুর রহমান رَحْمَۃُ اللهِ عَلَیْہِ-এর উপর বর্ষিত হোক। আল্লাহ পাক তাঁর শাহজাদা অর্থাৎ আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ-কে দীর্ঘ নেক হায়াত নসীব করুন, তার, তার সকল আহলে খানার (পরিবারবর্গের) কল্যাণ করুন। اٰمین بِجاہِ خاتَمِْالنَّبِیّٖن صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
১২টি দ্বীনি কাজের মধ্যে একটি দ্বীনি কাজ: কাফেলা
প্রিয় ইসলামী ভাইয়েরা! দয়ার্দ্র, নেক স্বভাবের অধিকারী হতে, নেক কাজের প্রেরণা পেতে এবং সচ্চরিত্র ও সদ্ব্যবহারের অধিকারী হতে আশিকানে রাসূলের দ্বীনি সংগঠন দাওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশের সাথে যুক্ত হোন। জেলি হালকার ১২টি দ্বীনি কাজেও খুব আগ্রহের সাথে অংশগ্রহণ করুন! اِنْ شَآءَ الله জীবনে বসন্ত আসবে, চরিত্র উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হবে এবং দ্বীন ও দুনিয়ার অসংখ্য কল্যাণ নসীব হবে। জেলি হালকার ১২টি