Janwaron Par Reham Kijiye

Book Name:Janwaron Par Reham Kijiye

এরপরে ইমাম শা'রানী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ অত্যন্ত সুন্দর কথা বলেছেন, তিনি বলেন: সৃষ্টিকুলের প্রত্যেকে নিজের জন্য যতটুকু দয়ার্দ্র হয়, তার থেকেও বেশি দয়ার্দ্র হওয়াটা মিরাসে মুস্তফা

(লাওয়াকিহুল আনওয়ারুল কুদসিয়াহ, খণ্ড:, পৃ: ৫৭৩)

اَللهُ اَکْبَر! হে আশিকানে রাসূল! ইসলামের সৌন্দর্য দেখুন! ইসলাম আমাদের শুধু দয়ার্দ্রতার শিক্ষা দেয় না, বরং ইসলাম বলে যে, আল্লাহ পাকের কোনো সৃষ্টি নিজের জন্য যতটুকু দয়ার্দ্র, তুমি তার থেকেও বেশি তার প্রতি দয়ার্দ্র হও!

তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না...:

প্রিয় আকা, মক্কী মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেছেন: لَنْ تُؤْمِنُوا حَتَّى تَرَاحَمُوا অর্থাৎ তোমরা ততক্ষণ পর্যন্ত (পরিপূর্ণ) মুমিন হতে পারবে না, যতক্ষণ না একে অপরের প্রতি রহম করবে সাহাবায়ে কেরাম عَلَیْہِمُ الرِّضْوَان আরয করলেন: ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! আমরা সবাই একে অপরের প্রতি রহম করি তিনি বললেন: এর দ্বারা এটা বোঝানো হয়নি যে, তোমরা তোমাদের সাথীর (যেমন বন্ধু বা ভাইয়ের) প্রতি রহম করবে, وَلٰكِنَّھَا رَحْمَةُ الْعَامَّةِ বরং এর দ্বারা রহমতে আম্মা (সাধারণ দয়া) বোঝানো হয়েছে (মাজমাউয যাওয়ায়িদ, খণ্ড: , পৃ: ২৪২, হাদীস: ১৩৬৭১)

অর্থাৎ সকল সৃষ্টির প্রতি দয়ার্দ্র হও! পশুদের প্রতিও রহম করো! পাখিদের প্রতিও রহম করো! পিঁপড়েদের প্রতিও রহম করো! মোটকথা! প্রতিটি সৃষ্টির প্রতি দয়ার্দ্র হয়ে যাও!

দয়ার্দ্রের প্রতি রহমান রহম করেন:

বুখারী শরীফের হাদীস: প্রিয় নবী, রাসূল হাশেমী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেছেন: لَا يَرْحَمُ اللَّهُ مَنْ لاَ يَرْحَمُ النَّاسَ অর্থাৎ, যে মানুষের প্রতি রহম করে না, আল্লাহ পাক তার প্রতি রহম করেন না

(বুখারী; পৃ: ১৭৮২, হাদীস: ৭৩৭৬)

অন্য একটি হাদীস শরীফে ইরশাদ করেছেন: الرَّاحِمُونَ يَرْحَمُهمُ الرَّحْمٰن অর্থাৎ যারা রহমকারী, আল্লাহ রহমান তাদের প্রতি রহম করেন

(আবু দাউদ, পৃ: ৭৭৪, হাদীস: ৪৯৪১ )