Namaz Mein Khushu Laney Ke 27 Madani Phool

Book Name:Namaz Mein Khushu Laney Ke 27 Madani Phool

    سُبْحٰنَ الله! অনুমান করুন! যে বান্দাকে সর্বশ্রেষ্ঠ ইবাদত অর্থাৎ নামায হেফাজতের দোয়া দেয়া হচ্ছে, সেই বান্দার হেফাজত কেন করা হবে না, তার কাজ অদৃশ্যভাবে কেন সম্পন্ন হবে না...!! ভাবুন তো...! একদিকে বান্দা, যাকে নামায বলে: আল্লাহ পাক তোমাকে নষ্ট করুক, অপরদিকে বান্দা, যাকে নামায বলে: আল্লাহ পাক তোমার হেফাজক করুকন্যায়ভাবে বলুন! উভয়ের মধ্যে কার ব্যবসায় বরকত আসবে...? এই উভয়ের মধ্যে কার শান্তি অর্জিত হবে? এই উভয়ের মধ্যে কার ঘর শান্তির নীড় হবে? নিঃসন্দেহে তারই, যাকে নামায হেফাজতের দোয়া দিচ্ছে ব্যস এটাই প্রতিফল, আমরা যে কাজের জন্য নামাযে তাড়াহুড়ো করি, যদি আমরা নামায প্রশান্তভাবে পড়া শুরু করে দিই, তবেই আমাদের সেই কাজ সঠিকভাবে হতে পারে কিন্তু আমরা এই কাজে তাড়াহুড়োর কারণে নামাযে তাড়াহুড়ো করি

    ফলে নামাযের নূরানিয়্যত তো নষ্ট হয়ই, দুনিয়ার কাজও পূর্ণ হয় না, কেননা নামায বলে যায়: যেভাবে তুমি আমাকে নষ্ট করেছ, আল্লাহ পাক তোমাকে নষ্ট করুক

 

    আল্লাহ পাক আমাদের সঠিক বুঝশক্তি নসীব রুকনামায পড়ুন! অবশ্যই নামায পড়ুন! সময় বের করে নামায পড়ুন! পূর্ণ মনোযোগ সহকারে পড়ুন! আল্লাহ পাকের ভালোবাসা অন্তরে নিয়ে, আল্লাহ পাক দেখছেন, এমন ধারণা নিয়ে পড়ুন! اِنْ شَآءَ الله দুনিয়া আখিরাত উভয়ই সুন্দর হয়ে যাবে

 

() নামায পূর্ণ মনোযোগ সহকারে পড়ুন!

    প্রিয় ইসলামী ভাইয়েরা! নামাযের দ্বিতীয় আদব হলো যে, নামায পূর্ণ মনোযোগ সহকারে পড়া উদাহরণ স্বরূপ যখন আমরা অযু করছি, তখন অন্তরে বিনয় থাকা, মুখে অযুর দোয়া পড়তে থাকা, অতঃপর যখন নামায শুরু করবে, اَللهُ اَكْبَرُ বলার সময় ধ্যান আল্লাহ পাকের দিকে থাকা, অনুরূপভাবে যা কিছু আমরা নামাযে পড়ি, যেমন * সুরা ফাতিহা
* এরপর যে সূরা পড়তে হবে * তারপর রুকুর তাসবিহ * সিজদার তাসবিহ * আততাহিয়্যাত * দরূদে পাক এবং * শেষের দোয়া, সব কিছু অনুবাদ সহকারে মুখস্ত