Namaz Mein Khushu Laney Ke 27 Madani Phool

Book Name:Namaz Mein Khushu Laney Ke 27 Madani Phool

    হে আশিকানে রাসূল! প্রতিটি কাজের পূর্বে ভালো ভালো নিয়্যত করার অভ্যাস গড়ুন, কেননা ভালো নিয়্যত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়বয়ান শুনার পূর্বেও ভালো ভালো নিয়্যত করে নিন! যেমন; নিয়্যত করুন! * ইলমে দ্বীন শেখার জন্য সম্পূর্ণ বয়ান শুনবো * আদব সহকারে বসবো * বয়ান চলাকালীন উদাসীনতা থেকে বেঁচে থাকবো
* নিজের সংশোধনের জন্য বয়ান শুনবো * যা শুনবো অপরের কাছে পৌঁছানোর চেষ্টা করবো

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

মিথ্যা ভান করে নামায আদায়কারী ডাকাত

    বর্ণিত রয়েছে: একবার ডাকাতদের একটি দল কোন ধনী ব্যক্তির বাড়িতে ডাকাতি করার উদ্দেশ্যে প্রবেশ করলো, ঘটনাক্রমে ধনী ব্যক্তির চোখ খুলে গেলো, সে চিৎকার করে উঠলো, এলাকাবাসী জেগে উঠলো এবং ডাকাতরা ভয়ে পালিয়ে গেলো, এলাকাবাসীরা তাদের পিছু নিলো, ডাকাতরা আগে আগে দৌঁড়তে লাগলো আর পিছনে পিছনে লোকেরা দৌঁড়তে লাগলোরাস্তায় ডাকাতরা একটি মসজিদ দেখলো, দ্রুত তারা মসজিদে ঢুকে গেলো এবং মিথ্যা নামায আদায়ের অভিনয় করতে লাগলো! লোকেরাও তাদের খুঁজতে খুঁজতে মসজিদ পর্যন্ত এলো, দেখলো যে, কিছু মানুষ নামাযে ব্যস্ত, তারা ব্যতীত মসজিদে আর কেউ নেই, বলতে লাগলো: আফসোস! ডাকাতরা পালিয়ে গেলো। সুতরাং তারা বিফল হয়ে ফিরে গেলো। এটা দেখে ডাকাত সর্দার তার ডাকাত সাথীদের বললো: যদি আজ আমরা মিথ্যা নামাযের অভিনয় না করতাম তবে অবশ্যই ধরা পড়ে যেতাম, শুধু মিথ্যা নামাযের অভিনয় করার এই বরকত যে, আমরা অপমান ও অপদস্ততা থেকে বেঁচে গেলাম, যদি আমরা আসলেই নামায বিশুদ্ধভাবে আদায় করতাম তবে আল্লাহ পাক আমাদেরকে দোযখের বিপদ থেকেও রক্ষা করবেনতাই আমি আজ থেকেই লুটতরাজ থেকে তাওবা করছি এবং আল্লাহ পাকের অবাধ্যতার অভ্যাস ছেড়ে দিচ্ছিতার সাথীরা বলতে লাগলো: হে আমাদের সর্দার! আপনি যখন তাওবা করে নিয়েছেন তবে আমরা কেন পিছনে থাকবো! আমরাও আপনার সাথে তাওবায় অংশগ্রহণ করছি। সুতরাং