Namaz Mein Khushu Laney Ke 27 Madani Phool

Book Name:Namaz Mein Khushu Laney Ke 27 Madani Phool

মুক্ত থাকে(কুতুল কুলুব, খন্ড , পৃষ্ঠা ১৬৯) তাবেয়ী বুযুর্গ হযরত মাসরুক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ নিজের পরিবারকে বলতেন: (আমার সাথে সম্পর্কিত) নিজের সকল প্রয়োজনাদি আমার নামায শুরু করার পূর্বেই বলে দাও

(হিলইয়াতুল আউলিয়া, খন্ড , পৃষ্ঠা ১১২, হাদী ১৬১১)

 

নামাযে বিনয় আনার ২৭টি মাদানী ফুল

    আল্লাহ পাক আমাদেরকে বিনয় ও একাগ্রতা সহকারে নামায পড়ার তাওফিক দান কর, আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ ব্যাপারে মাদানী ফুল প্রদান করতে গিয়ে বলেন: (১) ক্ষুধা ও পিপাসার্ত হলে মিটিয়ে নিন (২) প্রস্রাব ইত্যাদি (৩) প্রয়োজনীয় কথাবার্তা এবং (৪) ফোনে কথাবার্তা বলা ও শোনা থেকে অবসর হোন (৫) মোবাইল ফোন সাইলেন্ট করে দিন (৬) শিশুদের থেকে দূরে থাকুন (৭) শোরগোল ও আওয়াজ থেকে বাঁচার ব্যবস্থা করুন (৮) যে অপেক্ষায় আছে তাকে ছেড়ে দিন (৯) সামনের দেয়ালে নকশা ও চিত্র অঙ্কিত থাকলে বা সামনে আয়না (Mirror) ইত্যাদি থাকলে এবং মযোগ আকৃষ্ট করলে তবে স্থান পরিবর্তন করে নিন (১০) যদি গরম একাগ্রতায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে তবে ফ্যান বা সম্ভব হলে A.C ইত্যাদির ব্যবস্থা করুন (১১) শীত লাগলে নামাযে শীতের কাপড় এবং হিটার ইত্যাদি ব্যবহার করুন (১২) পোশাক, পাগড়ী, চাদর ইত্যাদি কোন জিনিস যেন একাগ্রতায় প্রতিবন্ধকতা সৃষ্টি না করে, সেদিকে খেয়াল রাখুন, যেমন; পোশাক আঁটসাঁট (Tight) না হওয়া, এর খোঁচা অনুভব না হওয়া ইত্যাদি (১৩) পায়ে যদি মশা কামড়ায় তবে মোজা পরিধান করে নিন (১৪) পাগড়ী বা এর উপরের চাদর সিজদায় পরতে ও তুলতে থাকা বা গরম লাগা বা নিঃশ্বাস নিতে কষ্ট, ইত্যাদির কারণেও একাগ্রতায় প্রতিবন্ধকতা সৃষ্টি হয় (১৫) পকেটে থাকা জিনিস পত্রের বোঝা একাগ্রতায় বিগ্ন ঘটালে বের করে ফেলুন (১৬) নকশা ও চিত্র অঙ্কিত জায়নামাযে নামায পড়া থেকে বিরত থাকুন (১৭) জায়নামায বা কার্পেট ইত্যাদি একাগ্রতায় ঘাটতির কারণ হলে তবে সরিয়ে ফেলুন অথবা নিজেই সরে যান (১৮) যে বস্তুই একাগ্রতায় ব্যাঘাত ঘটায়, যথাসম্ভব তা দূর করে দিন (১৯) একাগ্রতায় কুমন্ত্রণা প্রতিবন্ধক হলে তবে নামায শুরু করার পূর্বে কেউ যেন না দেখে সেভাবে বাম কাঁধের দিকে তিনবার থু থু করুনঅতঃপর لَا حَوْلَ وَلَا قُوَّۃَ اِلَّا بِاللهِ الْعَلِیِّ الْعَظِیْم পড়ুন * দাঁড়ানো