Book Name:Namaz Mein Khushu Laney Ke 27 Madani Phool
নামায দোয়া কবুলের মাধ্যম * নামায রোগবালাই থেকে বাঁচিয়ে রাখে * শরীরে প্রশান্তি অর্জিত হয় * নামায আদায়ে রোজগারে বরকত হয় * নামায অশ্লীলতা ও মন্দ কার্যাদী থেকে বাঁচিয়ে রাখে * নামায সময়মতো আদায় করা সকল আমলের চেয়ে উত্তম * নামাযীর জন্য সবচেয়ে বড় নেয়ামত হলো যে, তার কিয়ামতের দিন আল্লাহ পাকের দীদার হবে। (ফয়যানে নামায, ১০-১১ পৃষ্ঠা)
তাই আমাদের উচিত যে, নিয়মিত নামায পড়া, পাঁচ ওয়াক্ত নামায পড়া, মসজিদে জামাআত সহকারে পড়ুন, যদি সৌভাগ্য হয় প্রথম সারিতে তাকবীরে উলা সহকারে পড়ুন। اِنْ شَآءَ الله এর বরকতে দ্বীন ও দুনিয়ার অসংখ্য কল্যাণ নসীব হয়ে যাবে।
আল্লাহ পাক ২১ তম পারা, সূরা আল আনকাবুতের ৪৫নং আয়াতে ইরশাদ করেন:
اِنَّ الصَّلٰوۃَ تَنْہٰی عَنِ الْفَحْشَآءِ وَ الْمُنْکَرِ ؕ
(পারা ২১, সূরা আনকাবুত, আয়াত ৪৫) কানযুল ঈমানের অনুবাদ: নিশ্চয়ই নামায অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে।
আল্লাহ পাকের এই মহান বাণী নিঃসন্দেহে সত্য, সত্য, সত্য। নিশ্চয়ই নামায অশ্লীলতা ও খারাপ কাজ থেকে বিরত রাখে।
কিন্তু একটি প্রশ্ন মনে জাগে যে, যদি আমরা সমাজের দিকে তাকাই, তবে মুসলমানদের একটি অংশ রয়েছে যারা নামায পড়ে না; কিন্তু এটাও নয় যে, সকল মুসলমানই নামায পড়ে না, প্রতিটি মহল্লায়, প্রতিটি মসজিদে নামাযীর সংখ্যা তো থাকেই, আমরা দেখি যে, অনেক সময় এই নামাযীদের মাঝেও মন্দ আচরণ পাওয়া যায়। অসংখ্য নামাযীর মাঝে * মা-বাবার অবাধ্যতা * পর্দাহীনতা * গালিগালাজ * গীবত * চোগলখোরী * অশ্লীল কথা * মনে কষ্ট দেয়া * মানুষের হক নষ্ট করা * সুদ ও ঘুষের লেনদেন ইত্যাদি গুনাহ আধিক্য! যখন আল্লাহ পাক ইরশাদ করছেন যে, নামায মন্দ ও অশ্লীলতা থেকে বিরত রাখে, তবে এই নামাযীদের নামায, তাদের মন্দ কাজ থেকে কেন রক্ষা করতে পারছে না...? সত্যিকারের নামাযী কি * মিথ্যাবাদী * প্রতারক * চোগলখোর *