Namaz Mein Khushu Laney Ke 27 Madani Phool

Book Name:Namaz Mein Khushu Laney Ke 27 Madani Phool

এবং যেনতেন ভাবে ইবাদত করে নিলেও তাতে একাগ্রতার পানি খুবই কম বরং বাহবা পাওয়ার মন্দ আপদ দ্বারা ইবাদতের ফসলকে নষ্ট করে দিই

    আল্লাহ পাক আমাদের তাওফিক দান রু, যেন লৌকিকতা থেকে বেঁচে শুধুমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের নিয়্যতে পাঁচ ওয়াক্ত নামায আদায় করি, اِنْ شَآءَ الله আল্লাহ পাক সন্তুষ্ট হবেন এবং প্রচুর বরকত নসীব হবে

 

(৪) নামায বিনয় ও একাগ্রতার সহিত পড়ুন!

    প্রিয় ইসলামী ভাইয়েো! নামাযের আদবের মধ্যে রয়েছে যে, নামায বিনয় একাগ্রতার সহকারে পড়া উচিত আল্লাহ পাক ১৮তম পারা সূরা মুমিনুনের নং আয়াতে ইরশাদ করেন:

قَدْ  اَفْلَحَ  الْمُؤْمِنُوْنَ ۙ(۱)
الَّذِیْنَ ھُمْ  فِیْ صَلَاتِہِمْ خٰشِعُوْنَ ۙ(۲)

(পারা ১৮, সূরা মুমিনুন, আয়াত -)                    কানযুল ঈমানের অনুবাদ: নিশ্চয়ই সফলকাম হয়েছে ঈমানদারগণ; যারা নিজেদের নামাযের মধ্যে বিনীত নম্র হয়

 

    তাফসীরে সিরাতুল জিনান ৫ষ্ট খন্ডের ৪৯৪ পৃষ্ঠায় রয়েছে: এই আয়াতে ঈমানদারদেরকে সুসংবাদ দেওয়া হয়েছে যে, নিঃসন্দেহে তারা আল্লাহ পাকের অনুগ্রহে নিজেদের উদ্দেশ্যে সফল হবে এবং সর্বদার জন্য জান্নাতে প্রবেশ করে সব ধরনের অপ্রীতিকর বিষয় থেকে মুক্তি পেয়ে যাবে৪৯৬ পৃষ্ঠায় আরো রয়েছে: ঈমানদাররা বিনয় একাগ্রতা সহকারে নামায আদায় করে, তখন তাদের অন্তরে আল্লাহ পাকের ভয় থাকে এবং তাদের অঙ্গ প্রত্যঙ্গ স্থির শান্ত থাকে

(সিরাতুল জিনান, পারা ১৮, সূরা মুমিনুন, ২নং আয়াতের পাদটীকা, খন্ড , পৃষ্ঠা ৪৯৪, ৪৯৬)

 

বিনয় ও একাগ্রতার সংজ্ঞা

    বিনয় এর অর্থ হলো: মনের কাজ এবং প্রকাশ্য অঙ্গের (অর্থাৎ হাত পা) আমল(তাফসীরে কবির, খন্ড ৮, পৃষ্ঠা ২৫৯) মনের কাজ অর্থাৎ আল্লাহ পাকের মহত্বের প্রতি সজাগ থাকা, দুনিয়া থেকে মনোযোগ সরে থাকা এবং নামাযে মন লেগে থাকাআর প্রকাশ্য অঙ্গের