Book Name:Namaz Mein Khushu Laney Ke 27 Madani Phool
হারাম রিযিক উপার্জনকারী ও * আহারকারী * সিনেমা-নাটকের আসক্ত * মিউজিক্যাল প্রোগ্রাম এবং * গান-বাজনার প্রেমিক * দাঁড়ি মুন্ডানকারী অথবা এক মুষ্টির চেয়ে ছোট করতে পারে? না...! কখনই না...! কোন অবস্থাতেই না...! নিঃসন্দেহে সত্য এটাই যে, নামায গুনাহ থেকে রক্ষা করে। আফসোস! আমাদের নামাযে দুর্বলতা রয়েছে, যার কারণে আমরা নেককার হতে পারছি না, অতএব আমাদের উচিত যে, আমরা * আমাদের নামায নিরীক্ষণ করি * নামাযের বাহ্যিক ও আভ্যন্তরীণ আদব শেখা এবং * নিজের অযু ও গোসল ইত্যাদিও বিশুদ্ধ করে নেয়া। যদি সত্যিকার অর্থে অযু সহকারে পবিত্রতা অর্জন করে, বিনয় ও একাগ্রতার সহিত এর সকল প্রকার বাহ্যিক ও আভ্যন্তরীণ আদবের প্রতি দৃষ্টি রেখে আমরা নামায পড়ি তবে اِنْ شَآءَ الله অবশ্যই এর বরকত প্রকাশ পাবে এবং বিশুদ্ধভাবে পড়া নামাযের বরকতে গুনাহের বাহ্যিক ও আভ্যন্তরীণ আবর্জনা দূর হয়ে যাবে এবং আমরা নেক আকৃতির ও নেক স্বভাবের মুসলমান হয়ে যাবো আর আমাদের সকল আচরণ সুন্নাতের প্রতিবিম্ব হয়ে যাবে। اِنْ شَآءَ الله
এখন হয়তো মনে প্রশ্ন আসবে যে, নামাযের বাহ্যিক ও আভ্যন্তরীণ আদব কী কী...? কীভাবে শিখব? কোথা থেকে শিখব? এর জন্য কয়েকটি নামাযের আদব তো আমি আরয করে দিচ্ছি, তবে নামায ও এর বাহ্যিক ও আভ্যন্তরীণ আদব শিখার জন্য আমাদের রীতিমতো সময় বের করে নেয়া উচিত, اَلْحَمْدُ لِلّٰه দাওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশে রীতিমতো "ফয়যানে নামায" কোর্স করানো হয়, ৭ দিনের একটি কোর্স, আবাসিকও করানো হয় আর খন্ডকালীনও করানো হয়, এই কোর্সে নামাযের আহকাম ও মাসআলা শেখানো হয়, এই কোর্স করে নিন! اِنْ شَآءَ الله নামায সম্পর্কিত অসংখ্য দ্বীনি জ্ঞান শেখার সুযোগ হবে, আল্লাহ পাক আমাদেরকে আমল করার নসীব করুক। اٰمین بِجاہِ خاتَمِْالنَّبِیّٖن صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم
আসুন! নামাযের কিছু আদব শুনি:
নামাযের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আদব হলো যে, নামাযকে সময় দিন! দেখুন! নামাযকে দ্বীনের স্তম্ভ ঘোষণা করা হয়েছে, দ্বীনের ফরয সমূহের মধ্যে সবচেয়ে