Namaz Mein Khushu Laney Ke 27 Madani Phool

Book Name:Namaz Mein Khushu Laney Ke 27 Madani Phool

মোটা হয় * মিসওয়াক যখন ব্যবহার অনুপযোগী হয়ে যায়, তখন সেটাকে ফেলে দিবেন না; কেননা এটা সুন্নাত পালণের উপকরণ সেটাকে কোন জায়গায় সতর্কভাবে রেখে দিন কিংবা দাফন করে দিন অথবা পাথর বা ভারী কিছুতে বেধেঁ সমুদ্রে ডুবিয়ে দিন

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

কুমন্ত্রণা দূর করার সময় পাঠযোগ্য দোয়া

    দাওয়াতে ইসলামীর সাপ্তাহিক সুন্নাতে ভরা ইজতিমার শিডিউল অনুযায়ী "কুমন্ত্রণা দূর করার সময় পাঠযোগ্য  দোয়া" মুখস্ত করানো হবেদোয়াটি হলো

اَللهُ اَحَدٌ اَللهُ الصَّمَدُ لَمْ یَلِدْ وَلَمْ یُوْلَدْ
وَلَمْ یَکُنْ لَّہُ کُفُوًا اَحَدٌ اَعُوْذُ بِا للهِ مِنَ الشَّیْطٰن الرَّجِیْم۔

    অনুবাদ: আল্লাহ পাক এক, আল্লাহ পাক অমুখাপেক্ষী, তিনি কাউকে জন্ম দেননি এবং তিনি কারো থেকে জন্ম নেননি, এবং তাঁর কোনো সমকক্ষ নেই, আমি অভিশপ্ত শয়তান থেকে আল্লাহ পাকের আশ্রয় প্রার্থনা করছি (নামাযের আহকাম, পৃষ্ঠা ১৩)

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                        صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

সম্মিলিতভাবে পর্যবেক্ষণের পদ্ধতি

 

 

            প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: (আখিরাতের বিষয়ে) এক মুহূর্তের  জন্য চিন্তা ভাবনা করা ৬০ বছরের (নফল) ইবাদত থেকে উত্তম

(জামিউস সগীর লিস সুয়ুতী, পৃষ্ঠা- ৩৬৫, হাদীস নং-৫৮৯৭)

     আসুন! নেক আমলের পুস্তিকা পূরণ করার আগে ভালো ভালো নিয়্যতকরে নিই

. আল্লাহ পাকে সন্তুষ্টির জন্য নিজে নেক আমলের পুস্তিকা থেকে আজকের আখিরাতের বিষয়ে পর্যবেক্ষণ করবো এবং অপরকেও উৎসাহিত করবো

. যে সকল নেক আমলের উপর আমল হয়েছে, তার জন্য আল্লাহ পাকে হামদ (শুকরিয়া আদায়করবো

. যার উপর আমল হয় নি, তার জন্য অনুতাপ এবং ভবিষ্যতে আমল করার চেষ্টা করবো

. গুনাহ থেকে বিরতকারী কোনো নেক আমলের উপর (আল্লাহ না করুক) আমল না হলে, তবে তাওবা ইস্তিগফার করার পাশাপাশি ভবিষ্যতে গুনাহ না করার সংকল্প করবো