Book Name:Namaz Mein Khushu Laney Ke 27 Madani Phool
সকল ডাকাত সত্য অন্তরে তাওবা করলো এবং তারা পরহেযগার লোকদের অন্তর্ভুক্ত হয়ে গেলো। (ফয়যানে নামায, পৃষ্ঠা ৪৮)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! কী শান প্রিয় নামাযের...!! অনুমান করুন! ঐ ডাকাতরা * আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য নয়, বরং নিজেদের গ্রেফতার হওয়া থেকে বাঁচানোর জন্য * তা-ও নিয়ম মাফিক নামায পড়েনি, বরং নামাযের মতো ভঙ্গি করেছিল, অর্থাৎ যেভাবে নামাযে দাঁড়ানো হয়, রুকু ও সিজদা করা হয়, তারা মিথ্যা ভান করেছিল। যেহেতু তারা মসজিদে এসে গিয়েছিল, গ্রেফতারের ভয়ে হলেও, মিথ্যা ভঙ্গিতেই হলেও, আল্লাহ পাকের দরবারেই তো দাঁড়িয়ে গিয়েছিল, ব্যস এতেই আল্লাহ পাকের রহমতে জোশ এলো এবং ঐ ডাকাতদেরকে তাওবার তাওফিক দান করে দিলেন...!!
নিশ্চয়ই এটি আল্লাহ রহমান ও রহীম এর দান * যে যতটা তাঁর দরবারে হাজির হয় * যতটা তাঁর দরবারে নত হয় * যতটা তাঁর প্রতি মনোযোগ দেয়, তাকে ততটাই পুরস্কৃত করা হয়। এতে আমাদের জন্য শিক্ষা রয়েছে যে, যখন মিথ্যা নামাযের ভান কারীদেরকে আল্লাহর রহমত বঞ্চিত করেনি, তখন আমরা যদি আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে, মিথ্যা ভান নয় বরং সত্যিকারে নামায পড়ার অভ্যাস গড়ে নিই, তবে আমাদের প্রতি কী কোন করুণার বর্ষণ হবে না...?
আল্লাহ পাক আমাদেরকে সঠিক পদ্ধতিতে নামায আদায় করার তাওফিক দান করুক।
প্রিয় ইসলামী ভাইয়েরা! اَلْحَمْدُ لِلّٰه নামায একটি অত্যন্ত বরকতময় ইবাদত। * নামায আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের মাধ্যম * নামায প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর চোখের শীতলতা * নামায আম্বিয়ায়ে কিরাম عَلَیْهِمُ السَّلَام এর সুন্নাত * নামায অন্ধকার কবরের প্রদীপ * নামায কবরের আযাব থেকে রক্ষা করে * নামায হলো নূর * নামায দ্বীনের স্তম্ভ * নামায জান্নাতের চাবি * নামাযের মাধ্যমে রহমত অবতীর্ণ হয় *