Book Name:Namaz Mein Khushu Laney Ke 27 Madani Phool
আগুন লেগে গেছে কিন্তু নামাযে ধ্যানমগ্ন রইলো!
তাবেয়ী বুযুর্গ হযরত মুসলিম বিন ইয়াসার رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এমন মনোযোগ সহকারে নামায পড়তেন যে, নিজের আশেপাশের কোন খবরই থাকতো না, একদা নামাযে মগ্ন ছিলেন, এমন সময় তার নিকটেই আগুন জ্বলে উঠলো কিন্তু তাঁর অনুভূতিও হলো না, এক পর্যায়ে আগুন নিভিয়ে দেয়া হলো। (আল্লাহ ওয়ালো কি বাতেঁ, ২/৪৪৭)
আল্লাহ পাক আমাদেরকে বিনয় ও একাগ্রতা সহকারে নামায পড়ার তাওফিক নসীব করো। আমরা বিনয় ও একাগ্রতা সহকারে নামায কীভাবে পড়তে পারি...? এর জন্য আমাদের কী করতে হবে? শায়খে তরিকত, আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ) তাঁর ফয়যানে নামায কিতাবে এর উপায়ও লিখেছেন। আসুন! শুনি:
আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ লিখেন: যদি আপনি বিনয় ও একাগ্রতা সহকারে নামায পড়তে চান, তবে সর্বপ্রথম গুনাহ থেকে বিরত থাকুন, গুনাহ বিনয়ের পথে অনেক বড় বাধা, গুনাহে অটল থেকে বিনয় অর্জন করা যায় না।
মনযোগ আকৃষ্টকারী কার্যাদি থেকে আগে মুক্ত হয়ে যান
বিনয় ও একাগ্রতা সহকারে নামায পড়ার জন্য এটাও আবশ্যক যে, * নামায শুরু করার পূর্বে ঐ সমস্ত বিষয় থেকে নিজেকে মুক্ত করে নিন! যা নামাযে মনযোগ আকৃষ্ট করা এবং আল্লাহ পাকের স্মরণ থেকে দূরে রাখার কারণ হতে পারে * নীরব স্থান এবং শোরগোল থেকে দূরে থাকুন * সামনের পর্দা এবং জায়নামাযের উপর এরূপ নকশা ইত্যাদি না হওয়া, যার দ্বারা মনযোগ আকৃষ্ট হয় এবং বিনয় ও একাগ্রতায় বাঁধা হয়ে দাঁড়ায় * প্রচন্ড ঠান্ডা এবং প্রচন্ড গরম থেকে বাঁচার মাধ্যমও গ্রহণ করুন * যদি খাবার বা প্রস্রাব ইত্যাদির প্রয়োজন হয় তবে তা সেরে নিন।
হযরত আবু দারদা رَضِیَ اللهُ عَنْہُ বলেন: বুদ্ধিমান মানুষের কাজ হলো যে, প্রথমেই নিজের প্রয়োজনীয় কাজ সেরে নেয়া, যাতে নামায শুরু করার সময় তার অন্তর