Maut Ka Akhri Qasid

Book Name:Maut Ka Akhri Qasid

اَوَ لَمۡ  نُعَمِّرۡکُمۡ مَّا یَتَذَکَّرُ فِیۡہِ مَنۡ تَذَکَّرَ وَ جَآءَکُمُ  النَّذِیۡرُ

(cviv: 22, m~iv dvwZi, AvqvZ: 37)

কানযুল ইরফানের অনুবাদ: আমি কি তোমাদেরকে এত দীর্ঘ জীবন দান করিনি যে, তখন কেহ সতর্ক হতে চাইলে সতর্ক হতে পারতে? তোমাদের নিকট তো সতর্ককারীও G‡mwQ‡jv

    সাহাবীয়ে রাসূল, সুলতানুল-মুফাসসিরীন, হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস رَضِیَ اللهُ عَنْہُمَا বলেন: উক্ত আয়াতে نَذِیْر (অর্থাৎ সতর্ককারী) দ্বারা বার্ধক্যকে বোঝানো হয়েছে (তাফসিরে দুররে মনসুর, ২২ তম পারা, সূরা ফাতির, ৩৭ নং আয়াতের পাদটীকা, খন্ড: , পৃষ্ঠা: ৩২) বর্ণিত আছে, যখন একটি চুল সাদা হয়, তখন সে অপর চুলকে বলে: প্রস্তুত হও! নিশ্চয় মৃত্যু ঘনিয়ে এসেছে

(তাফসিরে খাযিন, পারা: ২২, সূরা ফাতির, ৩৭ নং আয়াতের পাদটীকা, খন্ড: , পৃষ্ঠা: ৪৫৮)

eva©K¨ মৃত্যুর ঘাঁটি অতিক্রম করায়

প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন, আদম সন্তানের উদাহরণ হলো, তার চারপাশে ৯৯টি মৃত্যু ঘোরাফেরা করছে, যদি সেগুলো থেকে বেঁচে যায় তবে বার্ধক্যে উপনীত হয়, এমনকি এক পর্যায়ে সে মৃত্যুর মুখে পতিত হয় (তিরমিযী , কিতাবুল কদর, ৫১৯ পৃ:, হাদিস: ২১৫০)

    কুরআনের প্রসিদ্ধ মুফাসসির, nvwKgyj উম্মত মুফতি আহমদ ইয়ার খান নঈমী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ উক্ত হাদিসের টিকায় বলেন, অর্থাৎ মানুষের মৃত্যুর কারণ অগণিত, প্রতিটা মুহূর্ত g„Zz¨ দরজায় Kov bvo‡Q, কিন্তু যদি আল্লাহ পাকের নির্দেশে এইসব কারণ থেকে বেঁচেও যায় তবে অবশেষে বার্ধক্য আসবেই আসবে, যার পর নিশ্চিত মৃত্যু (মিরআতুল মানাজিহ, খন্ড: , পৃষ্ঠা: ৪২৪)

উপদেশের জন্য সাদা চুলই যথেষ্ট

কথিত আছে: এক রাজা তার বাড়িতে একটি কফিন রেখেছিলেন যা দেখে তিনি তার মৃত্যুর কথা স্মরণ করতেন একবার যখন তিনি আয়নায় নিজের মুখের দিকে তাকালেন, তখন তিনি তার দাড়িতে একটি সাদা চুল দেখতে পেলেন, তিনি বললেন: এখন এই কফিনটি উঠিয়ে নাও, এটা আমার আর দরকার নেই কারণ আমার দাড়িতে একটি সাদা চুল রয়েছে, যা মৃত্যুর দূত তাই এখন আমি আমার সাদা চুল দেখে মৃত্যুর কথা স্মরণ Ki‡ev (মলফুযাতে Avgx‡i আহলে সুন্নাত, অংশ: ৩৪, D`vmx wK Bjvh, পৃষ্ঠা: ১৭)