Book Name:Maut Ka Akhri Qasid
প্রেরণ করেছিল এবং যা সে রেখে যায় তা থেকে অমুখাপেক্ষী হয়ে যায়। অতঃপর হযরত উমর বিন আবদুল আযীয رَحْمَۃُ اللهِ عَلَیْہِ চোখের ওপর কাপড় রেখে কান্না শুরু করলেন এবং মিম্বর থেকে নিচে অবতরণ করলেন। (হিলয়াতুল আউলিয়া, খন্ড: ৫, পৃষ্ঠা: ৩০০, nvw`m bs: ৭১৯৩)
বাড়ির নির্মাণ কাজ বন্ধ করে দিলেন
হে AvwkKv‡b ivm~j! এটাই বাস্তবতা, আমাদের উত্তরাধিকারী ধন সম্পদ ভোগ বিলাসিতার বস্তু নয়, এগুলো কেবল শিক্ষনীয় বস্তু ও উপদেশ। আজ যুবক সন্তানেরা পিতার ইন্তেকালের পর উত্তরাধিকার নিয়ে ঝগড়া বিবাদে লিপ্ত হয়, ভাইদের মধ্যে পরস্পর ঝগড়াঝাঁটি হয় আর ধন-সম্পত্তি পেলে খুশিতে আত্মহারা হয়ে যায়, ভোগ বিলাসিতায় মত্ত হয়ে যায়, কিন্তু হায়, যেভাবে পিতামহোদয় তার জীবদ্দশার DcvwR©Z সমস্ত ধন সম্পদ, বাড়ি গাড়ি, বাংলো ইত্যাদি ফেলে কবরের গহীন গর্তে সমাহিত হয়েছে, ঠিক সেভাবে উত্তরাধিকারীদেরকেও একদিন এখানেই সবকিছু ছেড়ে মারা যেতে হবে, তাদেরকেও কয়েক মন মাটির নিচে চাপা দেয়া হবে। শুয়াবুল ঈমানে রয়েছে: একজন যুবক ছিলো, সে উত্তরাধিকারী সুত্রে একটি বাড়ি ‡c‡jv, যুবক বাড়িটি cybwb©g©vY করার ইচ্ছা পোষণ করলো, সুতরাং বাড়িটি ‡f‡½ ফেলা হলো, নির্মাণ কাজ নতুন করে শুরু হলো। ইতিমধ্যে তার পিতা অথবা দাদা তার স্বপ্নে এসে বললেন:
hvi ব্যাখ্যা: তোমার দীর্ঘদিন পৃথিবীতে বাঁচার ইচ্ছা রয়েছে কিন্তু তুমি দেখেছ এই বাড়ির বাসিন্দারা এখন কবরস্থানে g„Z‡`i প্রতিবেশী।
সকালে যখন যুবকটি ঘুম থেকে জাগ্রত হলো, তখন তার চোখ থেকে D`vwmbZvi পর্দা উঠে ‡M‡jv, সে বিলাসিতা ত্যাগ করে ইবাদতে মগ্ন হয়ে গেল। (শুয়াবুল ঈমান, খন্ড: ৭, পৃষ্ঠা: ৪০৪, হাদিস: ১০৭৬৯)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
(২): বার্ধক্য মৃত্যুর দূত
প্রিয় ইসলামী ভাইয়েরা! অতিবাহিত হওয়া দিন, চলমান নিঃশ্বাস, যৌবনের পর বার্ধক্য, চুল কালোর পর শুভ্রতা, এগুলোতেও শিক্ষা রয়েছে , এগুলোও মৃত্যুর দূত।
মহান আল্লাহ পাক ২২ তম পারা, সূরা ফাতির, ৩৭ নং আয়াতে বলেন: